সচিবালয়ে আনন্দ মিছিল

 বঙ্গবন্ধুর পাঁচ খুনী ফাঁসির রায় কার্যকর হওয়ায় বৃহস্পতিবার সচিবালয়ে পৃথক দু'টি আনন্দ মিছিল বের করা হয়। সচিবালয় সংযুক্ত পরিষদের ব্যানারে পৃথক দু'টি মিছিলের একটির নেতৃত্ব দেন মিলন-রম্নহুল আমীন এবং অন্যটির নেতৃত্ব দেন আরজ আলী।
পৃথক সময়ে মিছিল দু'টি সচিবালয় চত্বর পরিভ্রমণ করে। বুধবার রাতে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সচিবালয় সমবায় সমিতির কার্যালয়ে বৈঠকে বসে মিলন ও রম্নহুল আমীনের সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ। বৈঠক শেষে সকাল ১০টার দিকে তাঁরা চার নং ভবনের নিচে সমিতির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল করে। আরজ আলীর নেতৃত্বে মিছিলটি শুরম্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। ছয় নং ভবনের নিচে থেকে মিছিলটি শুরম্ন করে তিন ও পাঁচ নং ভবনের মধ্য দিয়ে চার নং ভবনের সামনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পেছন দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও এক নং গেটের সামনে দিয়ে এসে সাত নং ভবনের পেছন দিয়ে এসে সাত ও ছয় নং ভবনের মধ্যে এসে শেষ হয়।

No comments

Powered by Blogger.