হাসপাতাল থেকে ছাড়া পেল ষষ্ঠজন

দিল্লিতে বাসে গণধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত ষষ্ঠ ব্যক্তি ছয় দিনের চিকিৎসা শেষে গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সে সুস্থ আছে এবং চার-পাঁচ দিনের মধ্যে তাকে আদালতে হাজির করা যাবে।
পুলিশ জানিয়েছে, ৪ জানুয়ারি রাতে অ্যাপেনডিসাইটিসের ব্যথা ওঠে ওই আসামির। ৫ জানুয়ারি তাকে দিল্লির লোক নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই রাতে অস্ত্রোপচার করা হয় তার। সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল কর্তৃপক্ষ গত শুক্রবার তাকে ছেড়ে দেয়। নিরাপত্তার কারণে 'নীরবে' পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, 'সে সুস্থ আছে। শুনানির জন্য আগামী চার-পাঁচ দিনের মধ্যেই তাকে আদালতে হাজির করা যাবে।' সূত্র আরো জানায়, ওই কিশোর যে গণধর্ষণ ও হত্যা মামলায় আসামি_বিষয়টি চিকিৎসকরা প্রথমে জানতেন না। আদালত যখন চিকিৎসকদের সুস্থতার সনদ দিতে বলেন, তখনই তাঁরা বিষয়টি জানতে পারেন।
গত ১৬ ডিসেম্বর বাসে গণধর্ষণে জড়িত অভিযোগে আটক ছয়জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সূত্র : হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.