যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জার মহামারি-সাত দিনে নিহত শতাধিক

যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা মহামারির আকার ধারণ করেছে। দেশটির ২৪টি অঙ্গরাজ্যে সাত দিনে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে।
সিডিসির ইনফ্লুয়েঞ্জা-বিষয়ক দপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি_এই সাত দিনে যুক্তরাষ্ট্রের ২৪টি অঙ্গরাজ্যে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ২২, ম্যাসাচুসেটসে ১৮, ওকলাহোমায় আট, পেনসিলভানিয়ায় ২২, ইন্ডিয়ানায় ১৩, আরকানসাসে সাত, ইলিনয়সে ছয় এবং মিশিগান অঙ্গরাজ্যে চারজন মারা যায়। নিহতদের মধ্যে ২০টি শিশুও রয়েছে। অঙ্গরাজ্যগুলোর মধ্যে ম্যাসাচুসেটসে আক্রান্তের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছে সিডিসি।
সিডিসি জানায়, গত সপ্তাহে ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা হয়েছিল শতকরা ৭ দশমিক ৩ জনের। এ হার ৭ দশমিক ২ হলে তা মহামারি হিসেবে ধরা হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।

No comments

Powered by Blogger.