ফেসবুকে জাকারবার্গকে বার্তা পাঠালে ১০০ ডলার!

চিঠি পাঠালে অর্থ খরচ হয়, কিন্তু ফেসবুকে বার্তা পাঠাতে? ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে কোনো বার্তা পাঠাতে চান? বার্তা পাঠানোর জন্য আপনার কাছ থেকে ফেসবুক কাটবে ১০০ মার্কিন ডলার।
আপনার পাঠানো বার্তাটি সরাসরি জাকারবার্গের ইনবক্সে জমা হওয়ার নিশ্চয়তা রয়েছে। সম্প্রতি এমনই একটি সুযোগ দিচ্ছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। খবর এনডিটিভির। এদিকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, ফেসবুকে বার্তা পাঠানোর নতুন একটি সুবিধা পরীক্ষা করে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ। এ সুবিধার আওতায় ১০০ ডলার খরচ করে সরাসরি মার্ক জাকারবার্গকে বার্তা পাঠানো যাবে।
২০১২ সালের ডিসেম্বর মাসে বার্তা পাঠানোর জন্য নতুন একটি পদ্ধতি চালু করেছে ফেসবুক। এ পদ্ধতিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীর মধ্যে পরীক্ষা করে দেখা হচ্ছে। বার্তা পাঠানোর এ পদ্ধতিতে ফেসবুকে বন্ধু নন এমন কাউকে বার্তা পাঠাতে হলে অর্থ খরচ করতে হবে।

No comments

Powered by Blogger.