শাভেজকে দেখতে কিউবায় কির্চনার-উপহার বাইবেল ও ক্রুশ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্দেজ কির্চনার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার কিউবায় পেঁৗছেছেন। শাভেজ ছাড়াও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ও তাঁর ভাই ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
কির্চনার জানান, খ্রিস্ট ধর্ম প্রসারের লক্ষ্যে কাজ করা 'আর্জেন্টাইন ফেডারেশন অব ইভানজেলিক্যাল চার্চেস' শাভেজকে দেওয়ার জন্য তাঁর মাধ্যমে একটি বাইবেল ও ক্রুশ পাঠিয়েছে। সংগঠনটি শাভেজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত বলে জানান কিরচনার।
এদিকে শাভেজের সঙ্গে সাক্ষাৎ করতে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো শুক্রবার কিউবায় পেঁৗছান। সরকারের নতুন মেয়াদ শুরুর পর এটাই প্রথম হাভানা সফর তাঁর।
শাভেজ কয়েক সপ্তাহ ধরে ক্যান্সারের চিকিৎসার জন্য কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে আছেন। এ কারণে তিনি গত বৃহস্পতিবার নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেননি। এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় পরিষদ তাঁর শপথ গ্রহণের সময় পিছিয়ে দেয়। সূত্র : টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.