গান্ধীর চিঠির প্রদর্শনী ৩০ জানুয়ারি

মহাত্মা গান্ধীর বিভিন্ন চিঠি, কাগজপত্র ও আলোকচিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী আগামী ৩০ জানুয়ারি ভারতের জাতীয় মহাফেজখানায় (আর্কাইভ) শুরু হবে। বিবিসি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
মহাফেজখানার পরিচালক প্রফেসর মুশিরুল হাসান বলেন, 'যেসব সংগ্রহ প্রদর্শিত হবে তা অত্যন্ত মূল্যবান। এসব সংগ্রহের মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে কালেনবাখের সম্পর্কের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।'
প্রদর্শনীতে স্থান পাওয়া সংগ্রহগুলো গত বছর ভারত সরকার কালেনবাখ পরিবারের কাছ থেকে কিনে নেয়। চিঠিগুলোর মধ্যে গান্ধীর নিজের লেখা চিঠি খুবই কম। বেশির ভাগ চিঠিই তাঁর বন্ধু, পরিবার ও অন্যদের লেখা।
দক্ষিণ আফ্রিকায় থাকাকালে মহাত্মা গান্ধীর সঙ্গে স্থপতি ও বডিবিল্ডার হারম্যান কালেনবাখের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। যার জন্য এ সংগ্রহ 'কালেনবাখ পেপারস' নামে পরিচিত। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.