আইনি সহায়তা

প্রথমেই নির্যাতনের শিকার মেয়েটি নিকটস্থ থানার ও পুলিশের কাছ থেকে সব রকম সহায়তা পাওয়ার অধিকারী। থানায় এজাহার নিতে না চাইলে নির্যাতনের শিকার মেয়েটির অভিভাবক কিংবা নির্যাতিত মেয়েটি নিজে বাদী হয়ে আদালতে নালিশি মামলা করতে পারে।
জেলা জজের আওতায় প্রতিটি জেলায় আইন সহায়তা কেন্দ্র রয়েছে যেখানে আবেদন করলে আর্থিক অথবা আইনজীবীর সহায়তা পেতে পারেন। বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আবেদন করে আইনি সহায়তা নেওয়া যায়। আইনগত সহায়তা পেতে পারেন। থানায় ও হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আইনগত ও চিকিৎসা পেতে পারেন। এ ছাড়া ঢাকার তেজগাঁও থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারেরও সহায়তা পেতে পারেন।

No comments

Powered by Blogger.