বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী জাপানের কোতো ওকুবো গতকাল শনিবার জাপানে মারা যান। তার বয়স হয়েছিল ১১৫ বছর। কর্মকর্তারা এ খবর জানিয়েছে।
মাত্র গত মাসেই বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর খেতাব পেয়েছিলেন তিনি। তার আগে এ খেতাবধারী ছিলেন যুক্তরাষ্ট্রের দিনা মানফ্রিদিনি। তার বয়সও ছিল ১১৫ বছর। গত ডিসেম্বরে তার মৃত্যুর পরই ওকুবো এ খেতাব পান।
ওকুবো ১৮৯৭ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
কিয়োডো নিউজ এজেন্সি জানায়, জাপানের দক্ষিণাঞ্চলের কাওয়াসাকি শহরের একটি নার্সিং হোমে ওকুবোর মারা যান। সিটি গভর্নমেন্ট তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কিছুই জানায়নি।
তবে জিজি প্রেস জানায়, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
কাওয়াসাকি মিউনিসিপাল গভর্নমেন্ট বলেন, ওকুবো তার ছেলের সাথে সময় কাটাতে খুব পছন্দ করতেন। তার ছেলে ওই নার্সিং হোমেই তার সাথে থাকতেন।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে জীবিত বয়স্ক ব্যক্তিটিও জাপানের নাগরিক। তার নাম জিরোমোন কিমুরা। বয়স ১১৫ বছর।

No comments

Powered by Blogger.