মালিতে জরুরি অবস্থা জারি

মালিতে গত শুক্রবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি সেনাদের সহায়তায় সরকারি বাহিনীর চলমান লড়াইয়ের মধ্যে অন্তর্বর্র্তী প্রেসিডেন্ট দিওনকাউন্দা ত্রায়োর এ ঘোষণা দেন। প্রাথমিকভাবে এ অবস্থা চলবে ১০ দিন।
এদিকে জঙ্গিদের দখলে চলে যাওয়া মধ্যাঞ্চলীয় শহর কোন্নার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করেছে সরকার। জঙ্গি দমনে সরকারি বাহিনী সঙ্গে শুক্রবার মাঠে নামে ফরাসি বাহিনী। শুরু করে বিমান হামলা। এ দিনই রাতে কোন্নার শহরটি জঙ্গিমুক্ত করার দাবি জানানো হয়। বৃহস্পতিবার এর দখল নিয়েছিল জঙ্গিরা। মালিতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের ব্যাপারটি 'গতিশীল' করতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ফ্রান্স। গত ডিসেম্বরেই পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক সংগঠন ইকোয়াসের তিন হাজার ৩০০ সেনার একটি দল সেখানে পাঠানোর ব্যাপারটি অনুমোদন দিয়েছে নিরাপত্তা পরিষদ।
মালি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ওসমান ফানে গতকাল শনিবার জানান, 'কোন্না শহরের দখল ফিরে পাওয়ার লড়াইয়ে কয়েক ডজন হতাহত হয়েছে। এর মধ্যে ১০০ জঙ্গি মারা গেছে।'
মালি সেনাবাহিনীর সঙ্গে ফরাসি বাহিনী যোগ দেওয়ার ব্যাপারটিতে সমর্থন জানিয়েছে ব্রিটেন। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.