ভারতেও শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় টিটিপি

ভারতেও ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় পাকিস্তানি তালেবান। গত রবিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তেহরিক ই-তালেবান (টিটিপি) নামে পরিচিত এ দলের নেতা ওয়ালি উর-রেহমান এ কথা জানান। এ ছাড়া কাশ্মীরে আরো যোদ্ধা পাঠানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ভিডিও বার্তায় ওয়ালি বলেন, 'শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য পাকিস্তানে আমরা যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছি ঠিক একইভাবে ভারত ও কাশ্মীরে লড়াই করব। জনগণের সমস্যা সমাধানের এটাই একমাত্র পন্থা।' উর্দু ভাষায় 'দ্য ফলস প্রোপাগান্ডা অব দ্য দাজ্জালি (শয়তান) মিডিয়া রিভিলড' শীর্ষক প্রায় ৪৩ মিনিটের ভিডিওতে ওয়ালি ছাড়াও টিটিপি নেতা হাকিমুল্লাহ মেহসুদ কথা বলেছেন। তাঁরা ভারত, কাশ্মীর ও যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলেন। টিটিপি সম্প্রচার মাধ্যম 'উমর মিডিয়া' ভিডিওটি প্রকাশ করেছে। ২০০৯ সালের ডিসেম্বরে আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাত সদস্য হত্যার সঙ্গে ওয়ালি জড়িত রয়েছেন বলে ধারণা করা হয়। তাঁকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।
সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.