সিঙ্গাপুরে প্রথম নারী স্পিকার

সিঙ্গাপুরের পার্লামেন্টে প্রথমবারের মতো একজন নারী স্পিকার হতে যাচ্ছেন। তাঁর নাম হালিমা ইয়াকুব (৫৮)। মুসলিম এই নারী বর্তমানে সমাজকল্যাণ, যুব ও ক্রিড়াবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গতকাল মঙ্গলবার সরকারি এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে।
সাবেক স্পিকার মিচেল পালমারের স্থলাভিষিক্ত হবেন হালিমা। যৌন কেলেঙ্কারির জেরে গত মাসে পদত্যাগ করেছেন পালমার। ৪৪ বছর বয়সী পালমারের বিবাহ-বহির্ভূত সম্পর্কে কথা ফাঁস হয়ে যায়। তিনি এর দায় স্বীকার করেন। প্রধানমন্ত্রী লি সিয়েন জানান, আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে হালিমাকে মনোনয়ন দেওয়া হবে।
নিয়ম অনুযায়ী, স্পিকার পদে যোগ দেওয়ার আগে হালিমাকে মন্ত্রীত্ব ছাড়তে হবে। সিয়েন এক বিবৃতিতে বলেন, 'মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে হালিমা সব সময় বাস্তবসম্মত কথা বলতেন।'
১৯৫৯ সাল থেকে দ্বীপ প্রজাতন্ত্র সিঙ্গাপুর শাসন করে আসছে পিপলস অ্যাকশন পার্টি। ৮৭ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে মাত্র ছয়জন বিরোধী সদস্য রয়েছেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.