জ্বরের জন্য প্রাথমিক করণীয়

বয়স জন্ম থেকে ৩ মাস পর্যনত্ম তাপমাত্রা
১০০.৪০ঋ এবং তার ওপরে যদি মলদ্বার থেকে প্রাপ্ত তাপমাত্রা হয়।
কি করবেন
ডাক্তার দেখান। যদিও আপনার বাচ্চার কোন অসুবিধা নাও থাকে।
বয়স
৩ মাস থকে ২৩ মাস
তাপমাত্রা
১০২০ঋ তাপমাত্রা পর্যনত্ম (মুখে ধারণ করা)
কি করবেন
আপনার বাচ্চাকে বেশি করে তরল খাদ্য বা পানি দিন। ওষুধ সাধারণত বেশি দরকার হয় না। তারপরও যদি আপনার বাচ্চা খিটমিটে, অস্থির হয় বা নেতানো হয় তাহলে ডাক্তার দেখান।
বয়স
৩ মাস থকে ২৩ মাস
তাপমাত্রা
যদি তাপমাত্রা ১২০০ঋ -এর উপরে হয়
কি করবেন
আপনার বাচ্চাকে সিরাপ প্যারাসিটামল খেতে দিন।
৬ মাসের উপরে বয়স হলে আইবুপ্রোফেন দিতে পারেন। দেয়ার নিয়ম এবং ডোজ ভাল করে জেনে নিন। কখনও ১৮ বছরের নিচের বাচ্চাকে এ্যাসপিরিন দেবেন না। ডাক্তার দেখান, যদি এই ওষুধে জ্বর নেমে না আসে, অথবা একদিনের বেশি সময় ধরে জ্বর থাকে।
বয়স
২ বছর থেকে ১৮ বছর
তাপমাত্রা
১০২০ঋ পর্যনত্ম (তাপমাত্রা মুখগহ্বর থেকে প্রাপ্ত)।
কি করবেন
আপনার শিশুকে বিশ্রামে রাখুন। এবং প্রচুর পরিমাণে তরল খাদ্য খেতে দিন। ডাক্তার দেখান যদি আপনার বাচ্চা বেশি খিটমিটে, অস্থির কিংবা নেতানো থাকে কিংবা খুব বেশি অসুবিধা অনুভব করে।
বয়স
২ বছর থেকে ১৮ বছর পর্যনত্ম
তাপমাত্রা
১০২০ঋ মাত্রার উপরে (মুখগহ্বর থেকে প্রাপ্ত)।
কি করবেন
আপনার বাচ্চাকে প্যারাসিটামল বা আইবোপ্রফেন দিন। ভাল করে জেনে নিন কি ডোজে দিতে হবে। ১৮ বছর বা তার নিচের বাচ্চাকে এ্যাসপিরিন দেয়া ঠিক না। ডাক্তার দেখাবেন যদি জ্বর না কমে বা ৩ দিনের বেশি সময় থাকে।
বয়স
১৮ এর উপরে
তাপমাত্রা
১০২০ঋ পর্যনত্ম তাপমাত্রা (মুখগহ্বর থেকে প্রাপ্ত)।
কি করবেন
বিশ্রাম এবং প্রচুর পরিমাণ তরল খাদ্য। ডাক্তার দেখান। যদি সাথে খুব বেশি মাথা যন্ত্রণা থাকে, ঘাড় শক্ত থাকে, কিংবা শ্বাস নিতে কষ্ট হয় অথবা ঐ রকম কম বেশি অস্বাভাবিক লৰণ থাকে।
বয়স
১৮ বছরের উপরে
তাপমাত্রা
তাপমাত্রা যদি ১০২০ঋ উপরে থাকে (মুখগহ্বর থেকে প্রাপ্ত)।
কি করবেন
যদি আপনি অস্বসত্মিতে ভোগেন তাহলে প্যারাসিটামল বা আইব্রোফেন নিন। ডোজ ভাল করে জেনে নিন। ডাক্তার দেখান, যদি জ্বর ওষুধে না কমে কিংবা ১০৩০ঋ -এর উপরে থাকে অথবা তিন দিনের বেশি জ্বর থাকে।

No comments

Powered by Blogger.