শুক্রবার থেকে ঢাকায় স্মার্টফোন মেলা

১১ জানুয়ারি শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে স্মার্টফোন মেলা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এ মেলায় থাকছে নানা আয়োজন। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার এর আয়োজক।
‘স্মার্টফোন এক্সপো ২০১৩’ নামের এ মেলায় স্মার্টফোন প্রদর্শনের পাশাপাশি থাকছে অ্যাপস নির্মাতাদের অংশগ্রহণ।
ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার নানা বিষয় তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মেলার প্রধান পৃষ্ঠপোষক টেলিটকের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা মনে করেন একটি মুঠোফোন শুধু কথা বলার জন্য। আমরা সেই মুঠোফোন ব্যবহাকারীদের ধারণা বদলে দিতে চাই। একটি স্মার্টফোনে থ্রিজি সংযোগ থাকলে সেটি যে কত ধরনের কাজে ব্যবহার করা যেতে পারে, তা আমরা এই মেলায় তুলে ধরব।’
সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন মেলার সমন্বয়ক বিপ্লব ঘোষ। এতে জানানো হয়, মেলায় থাকছে সাতটি প্যাভিলিয়ন ও ১৭টি স্টল। মুঠোফোনের প্রোগ্রাম নির্মাতাদের জন্য থাকছে অ্যাপস দেখানোর সুযোগ। এক্সপো মেকারের স্ট্র্যাটেজিক প্ল্যানার মুহম্মদ খান বলেন, ‘বাংলাদেশে যেসব স্মার্টফোন কোম্পানি নিজে বা অনুমোদিত পরিবেশকদের মাধ্যমে পণ্য বিক্রি করে, তারা সবাই এই মেলায় অংশ নেবে। সেই সঙ্গে অ্যাপল, এইচটিসির মতো ব্র্যান্ডের পণ্য যারা বৈধভাবে এনে বিক্রয় করে, তারাও অংশ নেবে।’
এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত।
মেলার পৃষ্ঠপোষক টেলিটক, স্যামসাং, সিম্পোনি, ক্যাসপারস্কি, আসুস। সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এবিসি রেডিও, ট্রন, আজকের ডিল, এখনি ডট কম। বিস্তারিত:
www.facebook.com/smartphone-expo ঠিকানায়। —রাকিব মোজাহিদ

No comments

Powered by Blogger.