রাজশাহী সীমান্তে নিহত বাংলাদেশীর লাশ দাফন হবে ভারতে- ফেরত নিতে অসম্মতি

রাজশাহী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাড়া খেয়ে নিহত নাটোরের লালপুর উপজেলার দিনমজুর বাবর আলীর লাশ দেশে ফেরত আনা হচ্ছে না। ভারতেই তার দাফন হবে বলে জানা গেছে।
মঙ্গলবার রাজশাহী ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাবরের লাশ তাঁর পরিবারের নিজ খরচে ভারত থেকে আনার জন্য বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়। তবে তার পরিবার এতে অসম্মতি জানালে ভারতেই বাবরের লাশ দাফনের সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে এই দুটি সিদ্ধান্তের যে কোন একটিতে সম্মতি জানানোর জন্য নাটোর পুলিশ সুপারের মাধ্যমে বাবরের পরিবারকে একটি চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বাবরের পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ভাই লাশ ফেরত না আনার জন্য সম্মতিপত্রে স্বাক্ষর করেন। সেই সম্মতিপত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.