দৃষ্টিশক্তি ফেরাবে খুদে টেলিস্কোপ!

চোখ প্রতিস্থাপনে সময় লাগবে মাত্র আধা ঘণ্টা। এ প্রক্রিয়ায় চোখের ভেতরে ছোট দুটি লেন্স স্থাপন করা হবে। সেগুলো একসঙ্গে একটি খুদে দূরবীক্ষণ যন্ত্রের (টেলিস্কোপ) মতো কাজ করবে। এই প্রক্রিয়া সফল হলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থেকে রক্ষা পাবে হাজারো মানুষ।
ষাটোর্ধ্ব ব্যক্তিদের অন্ধত্বের জন্য সাধারণভাবে দায়ী অ্যাইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন (এএমডি) রোগে আক্রান্ত ব্যক্তিদের চোখে আইওএল রেভল্যুশন লেন্স নামের ওই ‘খুদে টেলিস্কোপ’ স্থাপন করা হবে। এএমডি দুই ধরনের: ‘শুষ্ক’ ও ‘আর্দ্র’। যুক্তরাজ্যের লন্ডন আই হসপিটালের গবেষকেরা জানান, এএমডি রোগে আক্রান্ত ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফেরানোর প্রচেষ্টায় তাঁরা গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন। আইওএল রেভল্যুশন লেন্স বিভিন্ন দৃশ্যের ছবিকে বিবর্ধিত করবে। ফলে চোখের রেটিনার উর্বর অংশে সেই ছবি সহজে ধরা পড়বে। ওই লেন্স স্থাপনে প্রতিটি চোখের জন্য খরচ পড়বে ১১ হাজার পাউন্ড। টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.