মণিপুর, মিজোরাম নাগাল্যান্ড যেতে বিশেষ অনুমতি লাগবে না

পাকিস্তান ও চীন ছাড়া অন্য যেকোনো দেশের নাগরিকরা এখন থেকে বিশেষ অনুমতি ছাড়াই বৈধ ভিসায় ভারতের মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড রাজ্যে ভ্রমণ করতে পারবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যটন শিল্প প্রসারে এ সম্পর্কিত একটি আইন সংশোধন করে নতুন এই নিয়ম চালু করেছে।
গতকাল শনিবার থেকে নিয়মটি কার্যকর হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সরকার 'বিদেশি (সংরক্ষিত এলাকা) অধ্যাদেশ'-এর আওতা থেকে মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিয়মটি প্রাথমিকভাবে এক বছরের জন্য প্রযোজ্য হবে। তবে অরুণাচল রাজ্য ভ্রমণে বিদেশিদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হবে।
ভারতের স্বাধীনতার পরপরই উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যগুলোতে বিদেশি নাগরিকের ভ্রমণে বিশেষ অনুমতি নেওয়ার বিধান চালু করা হয়। আইন সংশোধনের ফলে এখন শুধু অরুণাচল ভ্রমণে বিদেশিদের বিশেষ অনুমতি নিতে হবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.