ইসরায়েল ও পাকিস্তানকে ইউরেনিয়াম দেবে না অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রির উদ্যোগ নিলেও পাকিস্তান বা ইসরায়েলের কাছে ইউরেনিয়াম বিক্রির কোনো পরিকল্পনা নেই তাঁর দেশের।
গতকাল মঙ্গলবার জুলিয়া গিলার্ড সাংবাদিকদের জানান, যেসব দেশ পরমাণু বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করেনি, তিনি চান ডিসেম্বরে তাঁর দল লেবার পার্টির জাতীয় সম্মেলনের সময় সেসব দেশের ওপর থেকে ইউরেনিয়াম রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিক। তবে এই সুযোগ তৈরি করা হবে কেবল ভারতের জন্য। এ প্রসঙ্গে জুলিয়া বলেন, ‘আমি বিশ্বাস করি, ভারতে ইউরেনিয়াম বিক্রির বিষয়ে লেবার পার্টির অবস্থান পরিবর্তন করার সময় হয়েছে। এটা অস্ট্রেলিয়ার অর্থনীতির জন্য ভালো হবে, আর এতে কর্মসংস্থানও বাড়বে।’
জুলিয়া গিলার্ড বলেন, ‘এটা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রেও নতুন একটি অধ্যায়ের সূচনা করবে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো।’
ভারতের ইউরেনিয়াম রপ্তানির এ পরিকল্পনা নিয়ে লেবার পার্টির সম্মেলনে তীব্র বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে লেবার পার্টিতে ডানপন্থী অংশের প্রাধান্য থাকায় প্রস্তাবটি পাস করতে তেমন বেগ পেতে হবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

No comments

Powered by Blogger.