জঙ্গলমহলে মাওবাদী ও যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধ

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে গতকাল মঙ্গলবার মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। মাওবাদী নেতা আকাশ, জয়ন্তসহ জনা ১৫ মাওবাদী পশ্চিম মেদিনীপুরের বাঁকশোল ও আউলগোড়িয়ার গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছেন—এই খবর যৌথ বাহিনীর কাছে পৌঁছালে সোমবার গভীর রাতে যৌথ বাহিনী জঙ্গলমহলের ওই এলাকা ঘিরে ফেলে। সকালে মাওবাদীরা যৌথ বাহিনীর অবস্থান টের পেয়ে গোলাগুলি শুরু করে। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। ইতিমধ্যে যৌথ বাহিনী বেশ কজনকে আটক করেছে। এর মধ্যে মাওবাদী সদস্য থাকতে পারেন বলে পুলিশ জানিয়েছে। এই লড়াইয়ের মধ্যেই পুলিশ ওই জঙ্গল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
এদিকে মাওবাদীদের অবিলম্বে আত্মসমর্পণ করে আলোচনার টেবিলে বসার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের জন্য সময় বেঁধে দেওয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে কলকাতায়। এই নিয়ে অস্বস্তিতে পড়েছেন মমতাও। মমতার সমর্থক বুদ্ধিজীবীরা মাওবাদীদের আত্মসমর্পণের জন্য যেভাবে মমতা হুমকির সুরে কথা বলেছেন, তা মেনে নিতে পারেননি। তাঁরা মমতা যেভাবে ভাষা প্রয়োগ করেছেন, তারও সমালোচনা করেছেন।

No comments

Powered by Blogger.