টিউবওয়েলে পানির বদলে আগুন

গরীর শেখঘাট এলাকার কয়েকটি বাসার টিউবওয়েলে চাপ দিলে পানির বদলে গ্যাস বের হচ্ছে। আর তাতে আগুন ধরে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। গত সোমবার রাতে এ অবস্থা শুরু হলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভয়ে লোকজন টিউবওয়েলের হাতল খুলে রেখেছেন।এলাকাবাসী জানায়, অন্তত ১৫টি টিউবওয়েলে এ ঘটনা ঘটছে। তারা জানায়, শেখঘাটের জামাল মিয়ার বাড়ির টিউবওয়েলে রাত ৯টায় প্রথম আগুন লাগার খবর পাওয়া যায়। পরে অন্য টিউবওয়েলে চা


প দিলে সেগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দ শোনা যায়। উদ্গীরিত গ্যাসে দিয়াশলাই জ্বালালেই আগুন ধরে যাচ্ছে।
সমাজসেবী ফখর উদ্দিন জানান, জামাল মিয়ার বাড়ির টিউবওয়েলে আগুন লাগার পর থেকেই আশপাশের যেকোনো বাড়ির টিউবওয়েলের হাতলে চাপ দিলেই আগুন ধরে যায়। আতঙ্কিত লোকজন ভয়ে টিউবওয়েলের হাতলের নাট খুলে ফেলেছেন।
রাত ১২টায় ফায়ার ব্রিগেডের একটি দল শেখঘাট এলাকায় যায়। স্থানীয় লোকজনের ধারণা, গ্যাসের চাপে এসব টিউবওয়েলে আগুন ধরে যায়। রাতে এলাকার মানুষ ভয়ে বাসাবাড়ি থেকে বেরিয়ে অন্যত্র অবস্থান করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শেখঘাট এলাকার মাটির নিচ দিয়ে যাওয়া জালালাবাদ গ্যাস লাইন ও সিটি করপোরেশনের পানির লাইনের মধ্যে ফাটল সৃষ্টি হওয়ায় পানির লাইন দিয়ে গ্যাস নির্গত হতে থাকে। সোমবার রাতে শেখঘাটে ১১৩ নম্বর বাসায় টিউবওয়েলের পাশ দিয়ে কুপি নিয়ে যাওয়ার সময় টিউবওয়েলে আগুন লেগে যায়।

No comments

Powered by Blogger.