বিশের আগে মেয়েদের বিবাহে নিষেধাজ্ঞার জন্য আইনের প্রস্তাব

স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের উন্নয়নে যুব সমাজকে আরো কার্যকর ও শক্তিশালী হিসেবে গড়ে তোলা না গেলে জাতীয় অগ্রগতি সম্ভব নয়। তিনি জনসংখ্যা সমস্যাকে দেশের অন্যতম সমস্যা উল্লেখ করে তা নিয়ন্ত্রণের স্বার্থে ২০ বছরের আগে মেয়েদের বিবাহের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আইন প্রণয়নের প্রস্তাব করেছেন।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে 'বাংলাদেশ কি জনসংখ্যাতাত্তি্বক লভ্যাংশ তুলতে পারবে' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব করেন।


জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও বাংলাদেশ সংসদ সচিবালয়ের যৌথ উদ্যোগে প্রজনন স্বাস্থ্য, অধিকার, জেন্ডার ইস্যু এবং উন্নয়নে সংসদ সদস্যদের অংশগ্রহণ (আইপিআরজিডি) প্রকল্পের আওতায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব, সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল, ইমরান আহমদ, আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট সানজিদা খানম ও এস কে আবু বাকের, জোবেদা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এ দেশীয় প্রতিনিধি আর্থার আরকেন। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের উপসচিব (প্রশাসন) এবং আইপিআরজিডি প্রকল্পের পরিচালক ওয়াহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহকারী প্রতিনিধি ড. নূর মোহাম্মদ।

No comments

Powered by Blogger.