মৌসুমের প্রথম সেঞ্চুরি সিলেটের এজাজের

স্বীকৃত ব্যাটসম্যান হিসেবেই খেলতেন তিনি। তবে সময় আর ব্যাটসম্যানের সংখ্যাটা বেড়ে যাওয়ায় এবারের জাতীয় লিগে সিলেট বিভাগের আট নম্বর ব্যাটসম্যান এজাজ আহমেদ! বোলিং দাপটের টানা দ্বিতীয় দিনে এবারের জাতীয় লিগে ব্যাটসম্যানদের পতাকা ওড়ালেন তিনি-ই। এজাজের সেঞ্চুরিতে খুলনার ওপর ৮ উইকেটে ৪৭৮ রানের বোঝা চাপিয়েছে তাঁর দল। বিকেএসপিতে নিজেদের ব্যাটিং-ব্যর্থতা চট্টগ্রাম পুষিয়েছে বোলিং দিয়ে! দলটির ১৮৭ রানের জবাবে কাল বরিশালের প্রথম ইনিংস শেষ মাত্র ১২৪ রানে। নিজেদের মাঠে ঢাকা মেট্রোকে আকাশে চড়তে দেননি রাজশাহীর বোলাররা।


আর বগুড়ায় ঢাকার ৩২৭ রানের জবাবে ১৩৯ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে ধুঁকছে রংপুর।সময় একটু বেশি নিলেও প্রথম দিনই বড় ইনিংসের ভিত গড়ে রেখেছিল সিলেট। গতকাল ম্যাচের দ্বিতীয় দিনে স্থানীয় দলের লোয়ার অর্ডার সেটিকে নিয়ে গেছেন আকাশসম উচ্চতায়। প্রথমে গোলাম মাবুদ এবং এনামুল জুনিয়রের ৭৬ রানের ষষ্ঠ উইকেট জুটির পর এনামুল-এজাজের ৯২ রানের জুটি ভেঙেও স্বস্তি পায়নি খুলনা। এজাজ এবং তাপস বৈশ্য গড়েন ৯৪ রানের জুটি। রক্ষা খুলনার। এজাজের ঠিক দেড় শ মিনিটের সেঞ্চুরির জন্য যে ইনিংস ঘোষণা আটকে রেখেছিলেন সিলেট অধিনায়ক রাজিন সালেহ! প্রায় দুই দিন ফিল্ডিংয়ে কাটিয়ে ব্যাটিংয়ে নামা খুলনা দিন শেষ করেছে ১ উইকেটে ২৪ রান তুলে।
প্রথম ইনিংসের ধাক্কা সামলে দ্বিতীয় দিনে চট্টগ্রামকে জয়ের স্বপ্নও দেখাচ্ছেন বোলাররা। বাঁহাতি পেসার কাজি কামরুল বরিশালের ইনিংসের বাঁধ খুলে দেওয়ার পর তা দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছেন দুই স্পিনার ইয়াসিন আরাফাত এবং নুর হোসেন মুন্না। তাতে ৫৯ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ব্যবধান আরো ৬৬ রান বাড়িয়েছে চট্টগ্রাম। যদিও এর বিনিময়ে তিন ব্যাটসম্যানকে হারিয়েছে দলটি।
রাজশাহীর ১৯৩ রানের জবাবে প্রথম দিনই ১ উইকেটে ১১০ রান তুলে ফেলেছিল ঢাকা মেট্রো। দ্বিতীয় দিনে লিড নিলেও প্রত্যাশা মেটাতে পারেনি সফরকারী দল। গতকাল তাসামুল, আসিফ এবং শামসুর রহমানের ফিফটির পর মেট্রোর আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি! আসলে দেননি রাজশাহীর স্পিনার সাকলাইন, মাইশুকুর এবং ফরহাদ হোসেনরা।
লিগের প্রথম সেঞ্চুরিয়ান ঢাকার তৈয়বুর পারভেজও হতে পারতেন। কিন্তু ব্যক্তিগত ৭৮ রানে তিনি আটকে পড়েন দলের বাকি ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ায়। এরপর মাহবুবুল আলম এবং মোশারফ রুবেলের বোলিংয়ে আজ বিপর্যয় থেকে উদ্ধারের লড়াইয়ে নামছে রংপুর।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট-খুলনা : সিলেট ১ম ইনিংস ১৬৯.২ ওভার ৪৭৮/৮ ডিক্লে. (মাবুদ ৭৯, এনামুল ৬০, এজাজ ১০০*, তাপস ৪৭, আশরাফুল ২/৪৮, তাপস ঘোষ ২/৯৯)। খুলনা ১ম ইনিংস ৮ ওভার ২৪/১ (আনামুল ব্যাটিং ২১, তাপস ঘোষ ব্যাটিং ০)।
চট্টগ্রাম-বরিশাল : চট্টগ্রাম ১৮৭ ও ২য় ইনিংস ৩০ ওভার ৬৬/৩ (নাফিস ২৩, নাজিমুদ্দিন ব্যাটিং ১, আফতাব ব্যাটিং ৪, ইসলামুল ৬/২)। বরিশাল ১ম ইনিংস ৫৫ ওভার ১২৮/১০ (শাহীন ২৮, ইফতেখার ২৮, মনির ২০, কাজি কামরুল ৩/২৩, ইয়াসিন ৩/২৭, নুর হোসেন ৩/৩৬)।
রাজশাহী-ঢাকা মেট্রো : রাজশাহী ১৯৩ ও ২য় ইনিংস ৩ ওভার ৫/০ (মিজানুল ব্যাটিং ১, মাইশুকুর ব্যাটিং ৪)। ঢাকা মেট্রো ১ম ইনিংস ৭৩.৪ ওভার ২২৩/৯ ডিক্লে. (তাসামুল ৫৫, আফিস ৭১, শামসুর ৫৬, সাকলাইন ৩/৬১, মাইশুকুর ২/২৯, ফরহাদ ২/২)।
ঢাকা-রংপুর : ঢাকা ১ম ইনিংস ৯৭.৫ ওভার ৩২৭/১০ (সৈকত ৫৫, রকিবুল ৫৩, তৈয়বুর ৭৬*, আরিফুল ২/৩৬, তানভির ২/৬৪, সায়মন ২/১১)। রংপুর ১ম ইনিংস ৩৮ ওভার ১৩৯/৬ (তারিক ২২, ধীমান ৩১, সায়মত ব্যাটিং ৩২, আলাউদ্দিন বাবু ব্যাটিং ১২, মাহবুবুল ৩/৩৬, মোশারফ ২/৪০)।

No comments

Powered by Blogger.