বাদলের স্বপ্নে সায় নেই সালাউদ্দিনের

র্থাভাবে পড়ে অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের প্র্যাকটিস ম্যাচ খেলা হয়নি। এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে বাদল রায় নতুন স্বপ্ন দেখছেন ঢাকায় তিন জাতি ফুটবল টুর্নামেন্ট করার। কিন্তু তাঁর এই কল্পনা হালে পানি পাবে কি না বলা মুশকিল।২৫ অক্টোবর থেকে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তার আগে কোচ ইলিয়েভস্কির চাহিদা ছিল ভালো বিদেশি দলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলার। সেই ব্যবস্থা করতে পারেনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।


এই ব্যর্থতা মেনে নিয়ে কমিটির চেয়ারম্যান বাদল রায় আবার নতুন স্বপ্নের কথা বলছেন, 'আমরা অনূর্ধ্ব-১৯-এর বেলায় পারিনি, ভারত ও নেপালকে নিয়ে আসার চেষ্টা করেও পারিনি। তবে সাফ চ্যাম্পিয়নশিপের আগে অবশ্যই প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা হবে। হতে পারে বিদেশি কোনো দলের একটা সিরিজ কিংবা ভারত ও নেপালকে এনে একটা তিন জাতি ফুটবল টুর্নামেন্ট।' কিন্তু ভারত-নেপাল কেন আসবে, তারাও তো ওই টুর্নামেন্ট খেলবে! তার চেয়ে বড় কথা, বাদলের অমন বিলাসী পরিকল্পনায় সায় দিতে পারছেন না কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতি স্পষ্ট বলে দিয়েছেন, 'এখন সব জায়গায় লিগ শুরু হয়ে গেছে, কোনো দলকে আনা যাবে না। আরেকটা ব্যাপার হলো, বাফুফের এখন টুর্নামেন্ট করার মতো অর্থসংগতি নেই।' বাফুফে সভাপতি নিজেই এবার বলছেন অর্থাভাবের কথা। আর তাই তো ব্রিটিশ মার্কেটিং এজেন্টের সঙ্গে জুটি বাঁধতে চাইছেন তিনি। ওই কম্পানির নাম গোপন করেই তিনি জানিয়েছেন, 'তাদের সঙ্গে আমার প্রাথমিক আলাপ হয়েছে। আমার দেশে ১৬ কোটি মানুষ আছে, ফুটবল প্যাশন আছে। তাদের এখন ফুটবল বিপণনের এক উপায় বের করে দিতে হবে। কী করে আমি ফুটবলের জন্য তহবিল জোগাড় করতে পারি তারা সেটার একটা উপায় বাতলে দেবে আমাদের।'

No comments

Powered by Blogger.