ভড়কে দেওয়া বিশাল পাঞ্জা

রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎ বিশাল এক হাতের পাঞ্জা যদি সামনে পড়ে, তাহলে ভড়কে যাওয়াই স্বাভাবিক। এমন ঘটনা ঘটেছে চীনের হেবেই প্রদেশের তিয়ানজিন শহরে।
সেখানে একটি রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় সবুজ একটি হাতের পাঞ্জা দেখে অনেক চালকই চমকে যান। তবে চালকদের ভয় দেখাতে নয়, দুর্ঘটনার ব্যাপারে সচেতন করতেই এ ব্যবস্থা নিয়েছে স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দারা জানায়, এক মাস ধরে ওই সড়কে ম্যানহোলের ঢাকনা নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সমাধান পাওয়া যায়নি। এমনকি এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পরও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। এতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। চালকদের দুর্ঘটনার ব্যাপারে সতর্ক করতে স্থানীয় বাসিন্দারা একটি বিশাল সবুজ পাঞ্জা খোলা ম্যানহোলে বসিয়ে দেয়।
এটি আসলে পাঞ্জার আদলে তৈরি একটি পরিত্যক্ত সোফা। লাই দং নামের একজন চালক বলেন, ‘আমি তো ওই হাত দেখে হতবুদ্ধি হয়েছিলাম। মনে হয়েছিল, ম্যানহোলের ভেতর বুঝি ইনক্রেডিবল হাক (জনপ্রিয় মার্কিন টিভি সিরিয়ালের চরিত্র) রয়েছে।’

No comments

Powered by Blogger.