ফিলিপাইনে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা

ফিলিপাইনের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার থেকে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু হয়েছে। ২০০৮ সালের পর বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে এটি প্রথম বিমান হামলা। তিন বছর আগে এ ধরনের পর পর কয়েকটি হামলায় ৩৫ জন নিহত হয়।
সেনা মুখপাত্র মেজর হ্যারল্ড কাবুনক বলেন, গতকাল মিনদানাও দ্বীপের পায়াও শহরের প্রান্তে একটি প্রত্যন্ত গ্রামে দুটি ওভি-১০ জঙ্গিবিমানযোগে বোমা হামলা চালানো হয়। গত সপ্তাহ থেকে ওই এলাকায় ঘাঁটি গেড়ে আছে মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) বিচ্ছিন্নতাবাদী মুসলিম বিদ্রোহীরা।
সত্তরের দশক থেকে মিনদানাওয়ে এই মুসলিম বিদ্রোহীরা সহিংস আন্দোলন করে আসছে। সেখানে এমআইএলএফের প্রায় ১২ হাজার সদস্য রয়েছে। এসব বিচ্ছিন্নতাবাদী মিনদানাওকে তাদের পূর্বপুরুষের ভিটা বলে দাবি করে আসছে। ২০০৩ সাল থেকে তাদের সঙ্গে সরকারের শান্তি আলোচনা চলছে। উভয় পক্ষ বর্তমানে অস্ত্রবিরতি পালন করে আসছিল। গতকালের বিমান হামলার ঘটনা এর ব্যত্যয় ঘটাল।

No comments

Powered by Blogger.