ভারত সফরে গেলেন ভুটানের রাজা-রানি

ভুটানের নববিবাহিত রাজা ও রানি বিয়ের পর প্রথম বিদেশ সফরে গত রোববার ভারতে পৌঁছেছেন। এ দম্পতি রাজস্থানে মধুচন্দ্রিমায় যাবেন।
ভুটানের রাজা জিগমে খেসার নামদিয়েল ওয়াংচুক (৩১) ও রানি জেটসান পেমা (২১) গতকাল সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যস্ত সময় কাটান। গতকাল তাঁরা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাষ্ট্রপতি, প্রতিভা পাতিল ও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।
গতকাল সকালে রাজা ও রানিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। আজ মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও ভারতের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা।
উল্লেখ্য, রয়্যাল ভুটানিজ আর্মির জন্য ভুটানে একটি প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা করে ভারতের সেনাবাহিনী। এ ছাড়া ভুটানের রাজপরিবারের সঙ্গে গান্ধী-পরিবারের সুসম্পর্ক রয়েছে।
২৭ অক্টোবর বিশেষ ট্রেনে করে রাজস্থানে মধুচন্দ্রিমায় যাবেন রাজা ও রানি। এ সময় তাঁরা রাজ্যের রাজধানী জয়পুর ছাড়াও যোধপুর ও উদয়পুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।
গত ১৩ অক্টোবর ভুটানের প্রাচীন রাজধানী পুনাখায় মহাসমারোহে রাজা ও রানির বিয়ে হয়।

No comments

Powered by Blogger.