ধোনিতে মোহিত বেভান-শাস্ত্রী

টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের পর জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপের শিরোপাও। দেড় বছরের মতো দলকে রেখেছেন টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে। ভারত এত সাফল্যের বেদিতে পা রেখেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই। ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হওয়াটাই চাঁদের কলঙ্ক হয়ে আছে তাঁর ক্যারিয়ারে। তার পরও ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে ধোনির নামই নিলেন রবি শাস্ত্রী। মনসুর আলী খান পতৌদি, কপিল দেব, মোহাম্মদ আজহারউদ্দিন আর সৌরভ গাঙ্গুলীর চেয়ে ধোনিকে এগিয়ে রাখার কারণ হিসেবে দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক এ অধিনায়কের যুক্তি, 'আমি ফল দিয়েই বিচার করব।


সেভাবে দেখলে ধোনির সঙ্গে কারো তুলনা হতে পারে না। ধোনিই ভারতের সেরা অধিনায়ক।'সৌরভ গাঙ্গুলীর অধীনে ৪১ টেস্টের মধ্যে ভারতের জয় সবচেয়ে বেশি ২১টি, যার গড় ৩৮.৭৪। ধোনির অধীনে ৩১ ম্যাচে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জয়, যার গড় ৪০.১৮। ওয়ানডেতে আজহারের নেতৃত্বে ৩২.২৯ গড়ে ৯০, সৌরভের অধীনে ৩২.৭৯ গড়ে ৭৬ আর ধোনির অধিনায়কত্বে ৩৬.২৬ গড়ে ৬৩টি জয় পেয়েছে ভারত। তাই সাফল্যের হার এগিয়ে রাখছে ধোনিকেই। এত সাফল্যেও যে মাথাটা ঘুরে যায়নি এটাকেও ধোনির বড় গুণ মনে করেন শাস্ত্রী, 'ওর ব্যক্তিত্ব আর মাথা ঠাণ্ডা রাখাটা বড় একটা ব্যাপার। যেভাবে ও সমালোচনার তীর সামলায়, সাধারণ মানের ফলের পরও পাশে থাকে সতীর্থদের, সেটা অসাধারণ। খেয়াল করেছেন নিশ্চয়ই ওর দলে ব্যক্তিত্বের দ্বন্দ্বও নেই।'
ইংল্যান্ড সফরে খারাপ পারফরম্যান্সের কারণ হিসেবে চোটের জন্য দলের সেরা তারকাদের না থাকা বা সেরা অবস্থায় না থাকাকেই দায়ী করেছেন শাস্ত্রী। তাই অস্ট্রেলিয়া সফরে ফিট একটা দলের দাবি তাঁর, 'ইংল্যান্ডে ফিটনেস ভুগিয়েছে আমাদের। তাই অস্ট্রেলিয়া সফরে ফিট একটা দল দরকার। এ জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্রাম দেওয়া যেতে পারে ধোনিসহ কয়েকজনকে। চোট পাওয়া খেলোয়াড়দের বিকল্প হিসেবে তরুণদের গড়ে তোলার এটাই সেরা সময়। ইংল্যান্ডে ধোনির দুর্বলতা বলতে ট্রেন্টব্রিজ টেস্টে ১২৪ রানে ৮ উইকেট নেওয়ার পরও ওদের তাড়াতাড়ি অল আউট করতে না পারার কথাই বলব। আশা করছি এ থেকে শিক্ষা নিয়েছে ও।'
রবি শাস্ত্রী যেমন অধিনায়ক ধোনির প্রশংসায় পঞ্চমুখ তেমনি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল বেভানও মোহিত ব্যাটসম্যান ধোনিতে। ২৩২ ওয়ানডেতে ৫৩.৫৮ গড়ে ৬৯১২ রান করা বেভানকে মনে করা হয় ওয়ানডে ইতিহাসের 'বেস্ট ফিনিশার'। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের পর বেভান এখন ভারতের উড়িশা রঞ্জি দলের কোচ। ২০১১ বিশ্বকাপ ফাইনালে অপরাজিত ৯১, ইডেনের আগে সর্বশেষ ৫ ওয়ানডেতে অপরাজিত থেকে দলকে জেতানো আর ৫০.৫৬ গড়ে ৬৪২২ রান করা ভারত অধিনায়ককে ওয়ানডের অন্যতম সেরা 'ফিনিশার'-এর স্বীকৃতি দিয়েছেন সেই বেভানই, 'ও খুব জোরে পেটাতে পারে আর নিজেও খুব শক্তিশালী। কিভাবে স্ট্রাইক রোটেট করতে হয় আর কখন বিগ শট নিতে হয় সেটাও ভালোই জানে ধোনি। এসব গুণ ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারে পরিণত করেছে ওকে।' পিটিআই, দ্য টেলিগ্রাফ

No comments

Powered by Blogger.