শেয়ারবাজারের স্থিতিশীলতা-ব্যাংকের তহবিল গঠন আগামী মাসেই

দ্রুততম সময়ে প্রস্তাবিত স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠনে ইতিবাচক ভূমিকা রাখা হবে_এসইসির কাছ থেকে এ আশ্বাস পেয়ে নভেম্বর মাসের মধ্যেই এই তহবিল গঠনের আশা প্রকাশ করলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান।গতকাল মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক শেষে বিএবি এবং এঙ্মি ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, 'এসএমএসএফ একটি ক্লোজ এন্ড মিউচ্যুয়াল ফান্ড। শুরুতে আমরা কমপক্ষে এক হাজার কোটি টাকা দিয়ে শুরু করব। পর্যায়ক্রমে ফান্ডটির আকার হবে পাঁচ হাজার কোটি টাকা।'


নজরুল ইসলাম আরো বলেন, 'এত বড় তহবিল ব্যবস্থাপনা করার অভিজ্ঞতা বিদ্যমান কোনো সম্পদ ব্যবস্থাপনা কম্পানির নেই। তাই প্রথমেই আমরা একটি সম্পদ ব্যবস্থাপনা কম্পানি গঠনের জন্য এসইসিতে আবেদন করব। একই সঙ্গে ফান্ড গঠনের ব্যাপারেও আবেদন করা হবে। এসইসির পক্ষ থেকে বিষয়গুলো দ্রুত অনুমোদন দেওয়ার ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে।'
নজরুল ইসলাম বলেন, 'সম্পদ ব্যবস্থাপনা কম্পানি গঠনসহ প্রাথমিক কাজ শেষ করতে চার সপ্তাহের মতো সময় লেগে যাবে। সুতরাং নভেম্বর মাসের মধ্যে ওই তহবিল থেকে শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করা যাবে।'
এদিকে ব্যাংকগুলো তাদের দায়ের ১০ শতাংশ থেকে শেয়ারবাজারে বিনিয়োগ অব্যাহত রেখেছে বলে দাবি করেন বিএবির চেয়ারম্যান। তিনি বলেন, 'আমার জানামতে ব্যাংকগুলো তাদের বিনিয়োগ অব্যাহত রেখেছে। তবে ধীরে ধীরে এটা করা হচ্ছে। কেননা একসঙ্গে বড় ধরনের বিনিয়োগ শুরু করলে তা বাজারের জন্য বিরূপ প্রভাব ফেলতে পারে।'

No comments

Powered by Blogger.