গণতান্ত্রিক ধারা নস্যাত করতে চায় বিরোধী দল- রাষ্ট্রপতির ভাষণ আলোচনা

সংসদ রিপোর্টার ষড়যন্ত্র-চক্রানত্মের পথ পরিহার করে বিরোধী দলকে সংসদে এসে জনগণের অর্পিত দায়িত্ব পালনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন মহাজোটের সংসদ সদস্যরা।
তাঁদের অভিযোগ, বিরোধী দল সংসদে না এসে গণতান্ত্রিক ধারাকে নস্যাত করতে চায়। ষড়যন্ত্র-চক্রানত্মকারীদের কোন মূল্যেই ছাড় দেয়া উচিত হবে না। জনগণ আর কোন গণতন্ত্র হত্যার চেষ্টাকারীদের প্রশ্রয় দেবে না। বাইরে বসে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রানত্ম করা যাবে না। সৎ সাহস থাকলে সংসদে এসে কথা বলুন। রাষ্ট্রপতির ভাষণের ওপর মঙ্গলবার আলোচনায় অংশ নেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, সরকারী দলের ইস্রাফিল আলম, ফরিদুন্নাহার লাইলী, কাজী কেরামত আলী, আলী আসগর, ইলিয়াস উদ্দিন মোলস্নাহ, আবদুল হাই, মেরাজ উদ্দিন মোলস্না, ফরিদুল হক খান, জাসদের শাহ জিকরম্নল আহমেদ, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, নূরে-হাসনাত লিলি চৌধুরী ও নওয়াব আলী আব্বাস খান।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেন, নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। খালেদা জিয়া বর্তমান মহাজোট সরকার যাতে উন্নয়নের ধারায় দেশকে নিয়ে যেতে না পারে , সেজন্য পদে পদে বাধার সৃষ্টি করছেন। তাই প্রধানমন্ত্রীর পথে কাঁটা বিছিয়ে দেয়ার হুমকি দিচ্ছেন। কিন্তু আলস্নাহর রহমতে মহাজোট নেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র ও কাঁটা মোকাবেলা করেই জনগণের ভাগ্য পরিবর্তন করছেন। ভারতে গিয়ে জনগণের স্বার্থে চুক্তি করে উন্নয়নের নতুন দিগনত্মের সূচনা করেছেন। তিনি বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে করে বলেন, চিলের দিকে না ছুটে নিজের কান দেখুন্। সৎসাহস থাকলে সংসদে এসে কথা বলুন। নইলে জনগণ বারবারই আপনাদের প্রত্যাখ্যান করবে।
ইস্রাফিল আলম বলেন, বিএনপির মতো আমরাও ওয়ান ইলেভেনের বিচার চাই। তবে ওয়ান ইলেভেন সৃষ্টির জন্য সর্বাগ্রে খালেদা জিয়ার বিচার করতে হবে। কেননা তিনিই ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি, মইন উ আহমদকে সেনাপ্রধান করেছেন, নীলনকশার একতরফা নির্বাচন করতে চেয়েছেন।
জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, ভারত এ উপমহাদেশের মহাশক্তি। তাই ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখলে উন্নয়ন হবে না। প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে সেই সুসম্পর্কের সিঁড়ি তৈরি করেছেন, আগামীতে অবশ্যই জাতি তার সুফল পাবে। এৰেত্রে বিরোধী দলের বিরোধিতা অযৌক্তিক।
আওয়ামী লীগের ফরিদুন্নাহার লাইলী বলেন, অগণতান্ত্রিকভাবে জন্ম বলেই বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই সংসদে না এসে স্বাধীনতাবিরোধী জামায়াত-যুদ্ধাপরাধীদের নিয়ে ষড়যন্ত্র করছে।
জাতীয় পার্টির নওয়াব আলী আব্বাস খান বলেন, চারদলীয় জোটের ব্যার্থতার কারণে দেশে ওয়ান-ইলেভেন সৃষ্টি হয়েছিল। সংসদে না এসে বিরোধী দল গণতান্ত্রিক ধারাকে নস্যাত করার চেষ্টা করছে।

No comments

Powered by Blogger.