পাকিস্তানে ড্রোন হামলায় আট জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্তত আট জঙ্গি নিহত হয়েছে। রাজধানী মিরান শাহ থেকে ২৫ কিলোমিটার পূর্বে হায়দারখেল ও হাসোখেল নামের দুটি গ্রামে গতকাল মঙ্গলবার এ হামলা চালানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল এ কথা জানিয়েছে।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, 'দুই গ্রামের দুটি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কমপক্ষে আট জঙ্গি নিহত হয়।' নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, এক ঘণ্টায় দুটি হামলা চালানো হয়। প্রত্যেক ঘাঁটিতে অন্তত চারজন করে নিহত হয়। পেশোয়ারের আরেক নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তর ওয়াজিরিস্তানের দুর্গম এলাকা আল-কায়েদা জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। নিহতদের মধ্যে একজন বিদেশি বলা হচ্ছে। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.