রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চবি্বশ পরগনা জেলায় গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী সিপিআই (এম)-এর সমর্থক ও কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র তাঁদের দুই কর্মীকে গুম করার অভিযোগ করেছেন।
সংঘর্ষের সময় শতাধিক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। ঘটনাস্থলের আশপাশে অন্তত ১৭টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শাসক ও বিরোধী দল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
আজ বুধবার রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভের ডাক দিয়েছে বামফ্রন্ট। এ ইস্যুতে আন্দোলন করবে তারা। পাল্টাকর্মসূচি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে শান্তি মিছিল করার ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এ অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক সংঘর্ষে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, গত রবিবার দক্ষিণ চবি্বশ পরগনার ভাঙরের সাবেক তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের হাতে সিপিএমের সাবেক মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা মার খান। অভিযুক্ত আরাবুলকে গ্রেপ্তারের দাবিতে গতকাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল সেখানে।
মাওবাদীদের গুলিতে সাত পুলিশ নিহত : ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলায় মাওবাদীদের হামলায় সাত পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। রাজ্য পুলিশ গতকাল জানিয়েছে, গত সোমবার জেলার একটি জঙ্গলে গোপনে সভার আয়োজন করেছিল মাওবাদীরা।

No comments

Powered by Blogger.