জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বিদ্যা

‘দ্যা ডার্টি পিকচার’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ইতিমধ্যে ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এবার তার ঝুলিতে জমা হতে যাচ্ছে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কার। ইতিমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১ এর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বিদ্যা বালানের নাম ঘোষণা করা হয়েছে। গত বছরের ব্লকবাস্টার ছবি ‘দ্য ডার্টি পিকচার’ এ অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। বুধবার বিকালে ২০১১ সালের জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গত বছরের সর্বাধিক আলোচিত ছবি ‘দ্য ডার্টি পিকচার’-এ এক সময়ের সাড়া জাগানো দক্ষিণ ভারতের অভিনেত্রী সিল্ক স্মিতার ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করেন তিনি। এই চরিত্রটিতে অসাধারণ অভিনয়ই বিদ্যাকে ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে। বিদ্যা ছাড়াও ২০১১ সালের শ্রেষ্ঠ অভিনেতা গিরিশ কুলকার্নি (দেওল), সেরা চলচ্চিত্র ‘আই অ্যাম কালাম’, সেরা কস্টিউম ডিজাইনার নিহারিকা খান (দ্য ডার্টি পিকচার), সেরা আবহসংগীত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, সেরা চিত্রনাট্য ‘চিল্লার পার্টি’, সেরা স্পেশাল ইফেক্ট ‘রা.ওয়ান’, সেরা বাংলা ছবি ‘রঞ্জনা আমি আর আসব না’, সেরা হিন্দি ছবি ‘আই অ্যাম’, সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য (আই অ্যাম কালাম), সেরা পার্শ্ব-অভিনেতা আপ্পু কুট্টি, সেরা গায়িকা রূপা গাঙ্গুলী এবং শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে নীল দত্ত (রঞ্জনা আমি আর আসব না) এর নাম ঘোষণা করা হয়েছে।

No comments

Powered by Blogger.