৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার্থীদের ঘরে বসে চর্চার জন্য এই নমুনা প্রশ্নপত্র ছাপা হলো-বিসিএস মডেল টেস্ট

নমুনা প্রশ্নপত্র  সময়-১ ঘণ্টা  পূর্ণমান-১০০ [প্রতিটি সঠিক উত্তরের জন্য এক (১) নম্বর বরাদ্দ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে] ১. বাংলা লিপির উৎস কী? (ক) সংস্কৃত লিপি (খ) চীনা লিপি (গ) আরবি লিপি (ঘ) ব্রাহ্মী লিপি ২. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?


(ক) চিলেকোঠার সেপাই (খ) আগুনের পরশমণি (গ) আরেক ফাল্গুন (ঘ) শেষের কবিতা
৩. Èসবুজপত্র' বাংলা ভাষা ও সাহিত্যে কী হিসেবে পরিচিত?
(ক) একটি বিখ্যাত কাব্যগ্রন্থ
(খ) একশ্রেণীর লেখকদের ভাষা আলোচিত রচনা সংকলন (গ) বিশেষ উলে্লখযোগ্য পত্রিকা (ঘ) অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক
৪. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
(ক) দুর্গেশনন্দিনী (খ) ফুলমণি ও করুণার বিবরণ (গ) আলালের ঘরের দুলাল (ঘ) মৃতু্যক্ষুধা
৫. শ্রীকৃষ্ঞকীর্তন কাব্যের রচয়িতা∏
(ক) চণ্ডীদাস (খ) বড়ু চণ্ডীদাস (গ) দ্বিজ চণ্ডীদাস (ঘ) দীন চণ্ডীদাস
৬. একেই কি বলে সভ্যতা∏এটি মধুসূদন দত্তের কী জাতীয় রচনা?
(ক) কাব্য (খ) প্রহসন
(গ) মহাকাব্য (ঘ) উপন্যাস
৭. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি?
(ক) সমাচার দর্পণ (খ) বেঙ্গল গেজেট (গ) বঙ্গদর্শন (ঘ) দিগদর্শন
৮. শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই∏কবিতাংশটি রচনা করেন
(ক) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) চণ্ডীদাস
৯. Èকবর' কবিতাটি জসীমউদ&দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) রাখালী (খ) বালুচর
(গ) নকসী কঁাথার মাঠ
(ঘ) সোজনবাদিয়ার ঘাট
১০. বেগম রোকেয়ার রচনা কোনটি?
(ক) কৃষ্ঞকুমারী (খ) ভাষা ও সাহিত্য (গ) লাল সালু
(ঘ) অবরোধবাসিনী
১১. Èষোড়শী' শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা?
(ক) উপন্যাস (খ) গল্প সংকলন (গ) প্রবন্ধ (ঘ) নাটক
১২. মীর মশাররফ হোসেন লিখিত নিম্নের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক?
(ক) উদাসীন পথিকের মনের কথা (খ) রত্নাবলী (গ) বিষাদ-সন্ধিু
(ঘ) জমিদার দর্পণ
১৩. আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন∏(ক) আত্মজা ও একটি করবী গাছ (খ) দক্ষিণায়নের দিন (গ) যদ্যপি আমার গুরু
(ঘ) রেখাচিত্র
১৪. ঐতিহাসিক উপন্যাস হলো∏
(ক) রাজসিংহ (খ) পথের দাবী (গ) জননী (ঘ) হাজার বছর ধরে
১৫. যুগসন্ধির কবি হলেন∏
(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত (খ) মধুসূদন দত্ত (গ) বিহারীলাল চক্রবর্তী
(ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
১৬. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
(ক) অগ্নিবীণা (খ) সোনার তরী (গ) চিত্রা (ঘ) বলাকা
১৭. Èকেওয়াট'-এর আভিধানিক অর্থ কোনটি?
(ক) কপোট (খ) কেউটে
(গ) কপাট (ঘ) করোটি
১৮. Èপেয়ারা' কোন ভাষা থেকে আগত?
(ক) হিন্দি (খ) উর্দু (গ) গ্রিক
(ঘ) পতর্ুগিজ
১৯. Èহ্ন' যুক্ত বর্ণটি ভাঙলে কোন কোন বর্ণ পাওয়া যায়?
(ক) হ&+ণ (খ) হ&+ন (গ) হ&+ম (ঘ) হ+ম
২০. Èষড়ঋতু' শব্দের সন্ধিবিচ্ছেদ∏
(ক) ষঢ়-ঋতু (খ) ষড়+ঋতু
(গ) ষট+ঋতু (ঘ) ষট&-ঋতু
২১. একজন মাঝি নেৌকা চালানোর সময় প্রয়োগ করে∏
(ক) নিউটনের প্রথম সূত্র
(খ) নিউটনের দ্বিতীয় সূত্র
(গ) নিউটনের তৃতীয় সূত্র
(ঘ) নিউটনের মহাকর্ষীয় সূত্র
২২. শীতল রক্তবিশষ্টি প্রাণী?
(ক) হাঙর (খ) পেঙ্গুইন
(গ) কবুতর (ঘ) ব্যাঙ
২৩. একটি জ্বলন্ত বৈদু্যতিক বাতি গরম থাকে, কারণ ভেতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ যায়∏
(ক) বিকিরণ পদ্ধতিতে (খ) মেঘ তাপ গ্রহণ করে (গ) পরিবহন পদ্ধতিতে (ঘ) বিকিরণ ও পরিবহন পদ্ধতিতে
২৪. রক্তনালিতে রক্ত জমাট না বঁাধার জন্য দায়ী কোনটি?
(ক) হেপারিন (খ) হিস্টামিন
(গ) হিমোগে্লাবিন (ঘ) লিস্ফোসাইট
২৫. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়∏
(ক) সফটওয়্যার (খ) প্রোগ্রাম (গ) অপারেটিং সিস্টেম (ঘ) হার্ডওয়্যার
২৬. E = mc2 সূত্রের আবিষ্কারক∏(ক) গ্যালিলিও
(খ) আইনস্টাইন (গ) আর্কিমিডিস
(ঘ) কোপার্নিকাস
২৭. চঁাদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?
(ক) চঁাদে কোনো জীব নেই তাই (খ) চঁাদে কোনো পানি নেই তাই (গ) চঁাদের বায়ুমণ্ডল নেই তাই (ঘ) চঁাদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
২৮. ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
(ক) যৃকৎ (খ) থাইরয়েড গ্রন্থি
(গ) অগ্ন্যাশয় (ঘ) পিটুইটারি গ্রন্থি
২৯. উড পেনসিলের শিস হলো∏
(ক) গ্রাফাইট (খ) কপার চূর্ণ
(গ) সালফার (ঘ) চিনি
৩০. ইটের মেৌলিক উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটি বেশি পাওয়া যায়?
(ক) চুন (খ) অ্যালুমিনা
(গ) সিলিকা (ঘ) আয়রন অক্সাইড
৩১. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
(ক) হাইড্রোজেন (খ) হিলিয়াম (গ) নাইট্রোজেন (ঘ) আর্গন
৩২. তড়িৎ বিশে্লষণের সূত্র আবিষ্কার করেন∏(ক) মেন্ডেলিফ (খ) নিউটন (গ) অ্যাভোগেড্রো
(ঘ) ফ্যারাডে
৩৩. কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
(ক) মাইট্রোকন্ড্রিয়া (খ) নিউক্লিয়াস (গ) ক্রোমোসোম (ঘ) লিউকোপ্লাস্ট
৩৪. ধানের বাদামি রোগ হয়∏
(ক) ছত্রাক দ্বারা (খ) ভাইরাস দ্বারা (গ) ব্যাকটেরিয়া দ্বারা
(ঘ) ব্যাকটেরিওফাজ দ্বারা
৩৫. মসি্তষ্কের ধমনি ছঁিড়ে রক্তপাত হওয়াকে বলে
(ক) কার্ডিয়াক অ্যারেস্ট
(খ) কার্ডিয়াক ফেইলিউর
(গ) হার্ট অ্যাটাক (ঘ) স্ট্রোক
৩৬. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
(ক) বরফ গলে পানি হওয়া
(খ) তাপ দিয়ে মোম গলানো
(গ) লোহায় মরিচা ধরা (ঘ) চিনি পানিতে দ্রবীভূত হওয়া
৩৭. পারমাণবিক কেন্দ্রে বিদু্যৎ চুলি্লর তেজস্ক্রিয়তার সর্বোচ্চ মাত্রা কত?
(ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭
৩৮. ব্রাজিলের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
(ক) দিলমা রউসেফ (খ) ক্রিস্টিনা ফার্নান্দেজ (গ) মিশেল বাশেলেট (ঘ) কেউ না
৩৯. ২০১১ বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধনী ম্যাচ কোথায় হয়েছিল?
(ক) ভারত (খ) বাংলাদেশ
(গ) শ্রীলঙ্কা (ঘ) পাকিস্তান
৪০. আলজেরিয়ার রাজধানীর নাম কী?
(ক) আলজিয়ার্স (খ) বাকু
(গ) রিয়াদ (ঘ) তিরনা
৪১. Èটাইমস' কোন দেশের সংবাদপত্র?
(ক) যুক্তরাষ্ট্র (খ) যুক্তরাজ্য
(গ) অস্ট্রেলিয়া (ঘ) কানাডা
৪২. ইউরোপের দ্বার বলা হয়∏
(ক) ভিয়েনা (খ) বন (গ) লন্ডন (ঘ) রোম
৪৩. জাপানের জাতীয় প্রতীক কী?
(ক) শ্বেতপদ্ম (খ) গোলাপ
(গ) ক্রিসেনথিয়াম (ঘ) শাপলা
৪৪. জেসমিন বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
(ক) তিউনিসিয়া (খ) ইরান
(গ) লিবিয়া (ঘ) মিসর
৪৫. মুক্তিযুদ্ধের ওপর লিখিত গ্রন্থ Èআমার কিছু কথা'-এর লেখক কে?
(ক) নীলিমা ইব্রাহিম (খ) জহির রায়হান (গ) শেখ মুজিবুর রহমান (ঘ) আবদুল গাফ&ফার চেৌধুরী
৪৬. কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল?
(ক) ১৯২৬ সালে (খ) ১৯৩৩ সালে (গ) ১৯৬৯ সালে
(ঘ) ১৯৮৯ সালে
৪৭. ISO-এর পূর্ণরূপ কী?
(ক) International Standardization Organization (খ) International Scientific Organization (গ) International Socio-culture Organization
(ঘ) International Organization for Standardization
৪৮. Food and Agricultural Organization-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) রোম (খ) জেনেভা
(গ) ব্যাংকক (ঘ) প্যারিস
৪৯. যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
(ক) জর্জ ওয়াশিংটন (খ) আব্রাহাম লিংকন (গ) রুজভল্টে (ঘ) কেনেডি
৫০. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
(ক) দিলি্ল (খ) ইসলামাবাদ
(গ) কাঠমান্ডু (ঘ) ঢাকা
৫১. ম্রো আদিবাসীরা বাস করে∏(ক) গারো পাহাড়ে
(খ) বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে (গ) দিনাজপুরে
(ঘ) সিলেটের জয়নি্তয়া পাহাড়ের পাদদেশে
৫২. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
(ক) এ এস সায়েম (খ) এ এইচ এম আবদুর রউফ (গ) সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন
(ঘ) মোজাম্মেল হোসেন
৫৩. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
(ক) ৩৪তম (খ) ৩৩তম
(গ) ৩২তম (ঘ) ৩১তম
৫৪. বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কী?
(ক) যমুনা (খ) কালীগঙ্গা (গ) কপোতাক্ষ (ঘ) করতোয়া
৫৫. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
(ক) ভোলা (খ) হাতিয়া (গ) সন্দ্বীপ (ঘ) সেন্ট মার্টিন
৫৬. স্বাধীনতাযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল
(ক) ৯ (খ) ১০ (গ) ১১ (ঘ) ১২
৫৭. বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে মিল আছে কোন দেশের পতাকার?
(ক) ভারত (খ) মিসর (গ) জাপান (ঘ) থাইল্যান্ড
৫৮. বাংলা একাডেমীর মূল ভবনের নাম কী ছিল?
(ক) বাংলা ভবন (খ) বর্ধমান হাউস (গ) আহসান মঞ্জিল
(ঘ) চামেলি হাউস
৫৯. ২০১১ সালে অনুষ্ঠিত আদমশুমারি কততম?
(ক) চতুর্থ (খ) পঞ্চম (গ) ষষ্ঠ
(ঘ) সপ্তম
৬০. ঢাকা মহানগরে প্রস্তাবিত স্কাই বা আকাশ ট্রেনের দৈর্ঘয কত হবে?
(ক) ১৫ কি. মি. (খ) ২২ কি. মি. (গ) ২০ কি. মি. (ঘ) ২৭ কি. মি.
৬১. “Victor Hugo’’ was a
(ক) English novelist
(খ) American novelist
(গ) Scottish novelist
(ঘ) France novelist
৬২. A speech full of too many words is-
(ক) a big speech (খ) maiden speech (গ) an unimportant speech (ঘ) a verbose speech
৬৩. Verb of the word ‘New’ is∏(ক) Renew (খ) Anew (গ) Newly (ঘ) Newness
৬৪. Fill in the blank with correct word.
Climate is a – of the environment.
(ক) State (খ) Size (গ) Situation (ঘ) Rank
৬৫. GEOLOGY : SCIENCE
(ক) fir : tree (খ) theory : practice (গ) fashion : styled (ঘ) anthropology : discipline
৬৬. CANDLE : TALLOW
(ক) banana : peel (খ) statue : bronze (গ) furniture : polish (ঘ) fire : ashes
৬৭. It is ten O’clock – my watch.
(ক) from (খ) at (গ) by
(ঘ) of
৬৮. Commencement of words with the same letter.
(ক) Rhyme (খ) Alliteration (গ) Pun (ঘ) Oxymoron
৬৯. Walk fast —- you should miss the train.
(ক) if (খ) lest (গ) because (ঘ) nor
৭০. The meaning of the word complacent is
(ক) satisfied (খ) austere
(গ) simple (ঘ) unhappy
৭১. I have no confidence ——— him.
(ক) on (খ) at (গ) in
(ঘ) upon
৭২. I could barely make out the traffic signs through the rain.
(ক) discern (খ) violate
(গ) obey (ঘ) wait for
৭৩. No sooner had I reached the station——the train left.
(ক) then (খ) while (গ) than (ঘ) when
৭৪. The quality of the mangoes———not good.
(ক) are (খ) is (গ) were
(ঘ) will
৭৫. Cricket is very exciting game. (Exclamatory)
(ক) How exciting is cricket game! (খ) How an exciting game is cricket is! (গ) What an exciting game cricket is! (ঘ)What an exciting is cricket game!
৭৬. The word ‘empower’ is-
(ক) an adjective (খ) a verb (গ) an adverb (ঘ) a noun
৭৭. Earnest Hemingway is a famous —-
(ক) British novelist (খ) Irish novelist (গ) American novelist (ঘ) Latin American novelist
৭৮. What does ‘capital punishment’ mean?
(ক) Punished by governmen (খ) Death penalty (গ) Misery (ঘ) Imprisonment
৭৯. The charity of Hatem Tai is known to all. The charity is——
(ক) material noun (খ) common noun (গ) abstract noun (ঘ) collective noun
৮০. The word ‘plight’ means—
(ক) an unpleasant condition (খ) an unusual condition
(গ) an undesirable condition
(ঘ) an unstable condition
৮১. একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত?
(ক) ২০০ টাকা (খ) ২২০ টাকা (গ) ২৩০ টাকা (ঘ) ২৪০ টাকা
৮২. একটি সুষম ষড়ভুজের আন্তকোণগুলোর সমষ্টি কত ডিগ্রি?
(ক) ৩৬০ (খ) ৫৪০ (গ) ৬৩০ (ঘ) ৭২০
৮৩. একটি আয়তাকার মেঝের দৈর্ঘয তার প্রস্থের দ্বিগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসাবে ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘয কত?
(ক) ১০ মিটার (খ) ১২ মিটার
(গ) ১৪ মিটার (ঘ) ১৬ মিটার
৮৪. পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
(ক) ৬৪ ঃ ১৬ (খ) ৬০ ঃ ২০
(গ) ৫৬ ঃ ২৪ (ঘ) ৬৮ ঃ ১২
৮৫. f(x) = -3x+2x+3 হলে, f(x) = 0-এর মান কত?
(ক) 6 (খ) 3 (গ) -3 (ঘ) 2
৮৬. ৫+১১+১৯+২৯+........... পরের সংখ্যাটি কত?
(ক) ৩৫ (খ) ৩৭ (গ) ৩৯
(ঘ) ৪১
৮৭. বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে
(ক) ৫০% (খ) ১০০% (গ) ১২৫% (ঘ) ২২৫%
৮৮. সুদের হার কত হলে ১০০ টাকা ৫ বছরে দ্বিগুণ হবে?
(ক) ১৫% (খ) ২৫% (গ) ২০% (ঘ) ১০%
৮৯. কোনো ত্রিভুজের দুটি কোণ ১০০ ও ৮০০। ত্রিভুজটি∏
(ক) সমকোণী (খ) স্থূলকোণী (গ) সূক্ষ্মকোণী (ঘ) কোনোটিই নয়
৯০. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬-কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৩১ অবশষ্টি থাকে?
(ক) ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫ (খ) ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫ (গ) ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫ (ঘ) ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩২৫
৯১. যত দাতা প্রত্যেকে তত ১০ পয়সা দেওয়ায় ২৫০ পয়সা হলো। দাতার সংখ্যা কত?
(ক) ৫ (খ) ১০ (গ) ২০ (ঘ) ২৫
৯২. ০ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
(ক) ২৩ (খ) ২৪ (গ) ২৪.৫ (ঘ) ২৬.৫
৯৩. এক মিটার সমান কত ইঞ্চি?
(ক) ৩৭.৩৯ ইঞ্চি (খ) ৩৯.৩৭ ইঞ্চি (গ) ৩৯.৪৭ ইঞ্চি (ঘ) ৩৮.৫৫ ইঞ্চি
৯৪. বার্ষিক ১০% হার সুদে ষাণ্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকার ১ বছরের সুদ কত?
(ক) ২০০ (খ) ২১০ (গ) ২২০ (ঘ) কোনোটিই নয়
৯৫. ৮টি আপেলের বিক্রয়মূল্য ১০টি আপেলের ক্রয়মূল্যের সমান। লাভের হার কত?
(ক) ১৫% (খ) ২০% (গ) ২৫% (ঘ) ৩০%
৯৬. ৩ বন্ধুর ওজনের গড় ৩৩ কেজি। তিনজনের মধ্যে কোনো বন্ধুর ওজনই ৩১ কেজির কম নয়। তিন বন্ধুর একজনের ওজন সর্বোচ্চ কত হতে পারে?
(ক) ৩৭ (খ) ৩৫ (গ) ৩২ (ঘ) ৩৩
৯৭. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘয ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
(ক) ৮% বৃদ্ধি (খ) ৮% হ্রাস (গ) ১০৮ বৃদ্ধি (ঘ) ১০৮ হ্রাস
৯৮. a+b =5 এবং ab=6 হলে a3+b3-এর মান কত?
(ক) 30 (খ) 35 (গ) 40 (ঘ) 45
৯৯. log2 + log4 + log8 +………… ধারাটির প্রথম ১০টি পদের সমষ্টি কত?
(ক) 45 log2 (খ) 55 log2 (গ) 65 log2 (ঘ) 75 log2
১০০. (?3*?5)4-এর মান কত?
(ক) 30 (খ) 60 (গ) 225 (ঘ) 15

উত্তরমালা
১ ঘ ২ খ ৩ গ ৪ গ ৫ খ ৬ খ ৭ ঘ ৮ ঘ ৯ ক ১০ ঘ ১১ ঘ ১২ ঘ ১৩ গ ১৪ ক ১৫ ক ১৬ ক ১৭ গ ১৮ ঘ ১৯ খ ২০ ঘ ২১ গ ২২ ঘ ২৩ ক ২৪ গ ২৫ খ ২৬ খ ২৭ গ ২৮ ঘ ২৯ ক ৩০ গ ৩১ ক ৩২ ঘ ৩৩ খ ৩৪ ক ৩৫ ঘ ৩৬ গ ৩৭ ঘ ৩৮ ক ৩৯ খ ৪০ ক ৪১ খ ৪২ ক ৪৩ গ ৪৪ ক ৪৫ ক ৪৬ গ ৪৭ ঘ ৪৮ ক ৪৯ খ ৫০ গ ৫১ খ ৫২ ক ৫৩ গ ৫৪ ঘ ৫৫ ক ৫৬ গ ৫৭ গ ৫৮ খ ৫৯ খ ৬০ খ ৬১ ঘ ৬২ ঘ ৬৩ ক ৬৪ ক ৬৫ ক ৬৬ গ ৬৭ গ ৬৮ খ ৬৯ খ ৭০ ক ৭১ গ ৭২ ক ৭৩ গ ৭৬ খ ৭৫ গ ৭৬ খ ৭৭ গ ৭৮ খ ৭৯ গ ৮০ ক ৮১ ঘ ৮২ ঘ ৮৩ খ ৮৪ ক ৮৫ গ ৮৬ ঘ ৮৭ গ ৮৮ গ ৮৯ ক ৯০ ক ৯১ ক ৯২ গ ৯৩ খ ৯৪ গ ৯৫ গ ৯৬ গ ৯৭ ক ৯৮ ক ৯৯ খ ১০০ গ

No comments

Powered by Blogger.