কার সন্ধানে প্রিয়াঙ্কার টুইট?

গেল পুরোটা সপ্তাহই প্রিয়াঙ্কা চোপড়ার বেশ ফুরফুরে ভাবেই কেটেছে। মন ছিল তার বেশ ভাল। ‘বরফি’ ছবির শুটিং আর সেটে বসেই সংগীত চর্চা। দুই কাজেরই খুব ভালভাবে ভারসাম্য করেছেন তিনি। আর তার টুইটার ওয়াল দেখলে তো মনে হবে, রঙ লেগেছে প্রিয়াঙ্কার মনে। তার গেল এক সপ্তাহের টুইটগুলো ছিল বেশ অন্যরকম, যা আগে কখনই প্রিয়াঙ্কা টুইটে লেখেননি। প্রিয়াঙ্কা চোপড়ার করা গত সাতদিনের প্রায় প্রত্যেকটি টুইটই ছিল প্রেম-ভালবাসা সংক্রান্ত। কখনও তার টুইটারে ওঠে আসে রুমির কোন কবিতার লাইন, কখনও বা শেঙপিয়ারের কোন উদ্ধৃতি। যা মূলভাব ছিল শুধুই প্রেম আর ভালবাসা।
প্রিয়াঙ্কা কবি রুমির উদ্ধৃতি দিয়ে লেখেন, প্রেমিকরা জন্ম থেকেই একসঙ্গে, তাদের সন্ধানে যেতে হয় না। এরপর তিনি আবার দালাইলামার উদ্ধৃতি দিয়ে লেখেন, প্রেম তোমাকে যতটা প্রভাবিত করবে, তুমি ততটাই স্বাধীন ও সাহসী হয়ে ওঠবে। সবশেষ প্রিয়াঙ্কা লেখেন, আমার প্রথম প্রেমের কাহিনীটি শোনার পর থেকেই তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি জানবেও না কতটা অন্ধ ছিল আমার সেই মুহূর্তগুলো! কিন্তু সপ্তাহ শেষে এখনও জানা যায়নি, কার সন্ধানে প্রিয়াঙ্কার এই টুইটগুলো।

No comments

Powered by Blogger.