সিটিকে ছুঁয়ে ফেলল ম্যানইউ

গোলখরা থেকে মুক্তিই পাচ্ছেন না ফার্নান্দো তোরেস। ইংলিশ প্রিমিয়ার লীগে একে একে চারটি মাস পার হলো অথচ চেলসির এই স্প্যানিশ স্ট্রাইকার গোলের দেখা পাচ্ছেন না। শনিবার রাতে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগের ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে চেলসি। এ ম্যাচেও গোল পাননি তোরেস। তবে গোলের রূপকারের দাবি করতে পারেন এই স্প্যানিশ। গোলটি করেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। গোলটি পেতে পারতেন তোরেস।


তার দর্শনীয় ভলি শট সান্ডারল্যান্ডের ক্রসবারে লেগে ফিরে আসে। ওই বলেই ল্যাম্পার্ড গোল করেন। ১৩ মিনিটে পাওয়া ওই এক গোলেই জয় পেয়েছে চেলসি। যা তাদের শিরোপা জয়ের স্বপ্নও টিকিয়ে রেখেছে। জয় নিয়ে মাঠ ছাড়াটা চেলসির জন্য সৌভাগ্যই বলতে হবে। অন্যদিকে কোনো পয়েন্ট না পাওয়াটা সান্ডারল্যান্ডের জন্য দুর্ভাগ্য বলা যায়। একাধিক সুযোগ তৈরি করে তারা গোল করতে পারেনি। এদিকে বোল্টনের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। বোল্টনের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে। পল স্কোলস, ওয়েলব্যাক ও ক্যারিক করেন গোল তিনটি। এ জয়ের ফলে শীর্ষে থাকা ম্যানসিটিকে তারা ছুঁয়ে ফেলল। দু'দলেরই পয়েন্ট ৪৮। তবে ম্যানসিটি এক ম্যাচ কম খেলেছে। বড় দু'দলের জয়ের দিনে সমর্থকদের হতাশা বাড়িয়েছে সাবেক চ্যাম্পিয়ন লিভারপুল। সে সঙ্গে টটেনহাম হটস্পার। নিজেদের মাঠের খেলায় স্টোকসিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগি সত্ত্বেও একটা সাফল্য ঠিকই ধরে রেখেছে লিভারপুল। ম্যানচেস্টার সিটির মতো তারা এখনও নিজেদের মাঠে অপরাজিত। অ্যানফিল্ডে ১১ ম্যাচের একটিতেও তারা হারেনি। তবে সাফল্য যে খুব বেশি, তা কিন্তু নয়। ১১ ম্যাচের মাত্র চারটিতে জয়ের দেখা পেয়েছে। লুইস সুয়ারেজ নিষিদ্ধ। অ্যান্ডি ক্যারোল সাইডবেঞ্চে। এ অবস্থায় লিভারপুল প্রতিপক্ষের রক্ষণভাগে কোনো ধরনের চাপ তৈরিতে ব্যর্থ ছিল। ডির্ক কুইট ছিলেন আক্রমণের দায়িত্বে। অথচ এ মৌসুমে একবারও এই স্ট্রাইকার প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি।

No comments

Powered by Blogger.