সবচেয়ে দ্রুতগামী সাপ ব্ল্যাক মাম্বা!

অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই নানা প্রজাতির সাপের অস্তিত্ব আছে। যত দূর জানা যায়, সাপের মোট ১৫টি পরিবার, ৪৫৬টি গণ এবং ২ হাজার ৯০০টিরও বেশি প্রজাতি আছে। এদের আকার খুব ছোট থেকে [১০ সে.মি.] সর্বোচ্চ ২৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে সাপ বিষধর প্রাণী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হলেও অধিকাংশ প্রজাতির সাপই কিন্তু নিরীহ প্রকৃতির এবং বিষহীন। একান্ত বিরক্ত না হলে এই প্রাণীটি কাউকে কামড়ায় না।


আর কামড় দিলেও তেমন ক্ষতি হয় না। কিন্তু বিশ্বের বিভিন্ন স্থানে এমন অনেক ভয়ঙ্কর ও বিপজ্জনক সাপ আছে, যা কামড় দিলে মৃত্যু অবধারিত। এ গোত্রের সাপগুলোর মধ্যে ব্ল্যাক মাম্বা অন্যতম। এটি এলাপিড পরিবারভুক্ত একটি প্রাণী। সাপটি আফ্রিকার বিশাল অঞ্চলজুড়ে বসবাস করে। কোনো কারণে এই প্রজাতির সাপ বিপদের সম্মুখীন হলে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং কামড় দেয়। আকৃতির দিক থেকে ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিষধর সাপ হিসেবে চিহ্নিত। একটি পূর্ণ বয়স্ক ব্ল্যাক মাম্বা দৈর্ঘ্যে ২.৫ মিটার থেকে ৪.৩ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই সাপটির চেয়ে বড় সাপের নাম হচ্ছে শঙ্খচূড় বা কিং কোবরা , যা দক্ষিণ এশীয় অঞ্চলের সাপ। সুন্দরবনে এই প্রজাতির যে সাপটি বাস করে তার নাম এন্ডেমিক। অন্য সরীসৃপ প্রাণীর মতোই ব্ল্যাক মাম্বা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বাইরের তাপের ওপর নির্ভর করে থাকে। সাপটির নাম ব্ল্যাক মাম্বা দেওয়ার কারণ হলো, এই সাপের মুখ কুচকুচে কালো। ব্ল্যাক মাম্বা বিশ্বের দ্রুতগামী সাপ হিসেবে পরিচিত। মনে করা হয়, এদের কিছু প্রজাতি ঘণ্টায় ১৯.৫ কিলোমিটার বেগে চলাচল করতে পারে।

No comments

Powered by Blogger.