ভারতীয় সেনাপ্রধানের পাল্টা জবাবের হুঁশিয়ারি

মানবজমিন ডেস্ক:  নিয়ন্ত্রণ রেখায় একজন সেনাকে শিরশ্ছেদ করার ঘটনাকে ‘অমার্জনীয়’ বলে উল্লেখ করে এরপর আর কোন উস্কানি দেয়া হলে প্রতিবেশী পাকিস্তানকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান বিক্রম সিং। ৬ই জানুয়ারির পাকিস্তানের হামলাকে পূর্ব-পরিকল্পিত উল্লেখ করে সোমবার ভারতের সেনাপ্রধান বলেন, সন্ত্রাসীদের ব্যবহার করে হামলা চালাচ্ছে পাক  সেনারা। যদি অপরপক্ষ থেকে হামলা চালানো হয় তবে ভারতীয়রা বসে থাকবে না। এর পাল্টা জবাব দেয়া হবে। সামরিক দিবসের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে জেনারেল সিং বলেন, ইতিমধ্যেই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এ ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়েছি। এরপরও যদি আমাদের উস্কানি কিংবা প্ররোচিত করা হয় তাহলে আমরা এর সমুচিত জবাব দেবো। কারণ জবাব দেয়ার অধিকার আমাদের রয়েছে। ৬ই জানুয়ারি সীমান্তে ভারতীয় সেনারা হামলা চালায়নি দাবি করে বিক্রম সিং বলেন, নিহত ভারতীয় জওয়ানদের প্রতি যে আচরণ করা হয়েছে, তা ক্ষমার অযোগ্য। এটি মোটেই সামরিকসুলভ আচরণ নয়। এছাড়া, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য ভারতীয় সেনাদের প্রতি সতর্ক থাকার নির্দেশ দেন বিক্রম সিং। তিনি বলেন- পূর্ব পরিকল্পিত হামলার বৈধতা দিতেই পাকিস্তান এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। জেনারেল সিং বলেন পাকিস্তানের সেনাবাহিনীই ওই হামলা চালিয়েছে। তবে তিনি এর সঙ্গে লস্কর-ই-তৈয়্যেবার সন্ত্রাসীদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি। পাকিস্তানের এ ধরনের হামলার জবাবের ব্যাপারে ভারত সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তিনি উল্লেখ করেন।

No comments

Powered by Blogger.