সরকারের সঙ্গে ফের সংলাপে ফার্ক

কলম্বিয়া সরকার ও ফার্ক গেরিলাদের মধ্যে আবারও শান্তি আলোচনা শুরু হয়েছে। তিন সপ্তাহ বিরতির পর কিউবার রাজধানী হাভানায় গতকাল সোমবার এ আলোচনা শুরু হয়। এবারের আলোচনায় দেশটির ভূমি সংস্কারের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এ ছাড়া মাদকপাচার, রাজনীতিতে অংশগ্রহণ, অস্ত্র সমর্পণ ও যুদ্ধাহতদের অধিকার নিয়েও আলোচনা হবে। তিন দশকের মধ্যে গত অক্টোবরে চতুর্থ দফায় সরকারের সঙ্গে আলোচনা শুরু করে রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)। প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস আগামী নভেম্বরের মধ্যে আলোচনা শেষ করার হুঁশিয়ারি দিয়েছেন। শান্তি আলোচনায় সরকার পক্ষের প্রতিনিধি দলের প্রধান হামবারতো দ্য লা ক্যালে গত রবিবার বলেছিলেন, সরকার মার্কসবাদী ফার্ক বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় অগ্রগতি চায়। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.