বাগেরহাটে আরও ১৮ রাজাকারের বিরুদ্ধে মামলা- '৭১-এর যুদ্ধাপরাধ

বাগেরহাট, ৩১ জানুয়ারি রবিবার আরও ১৮ রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ের করা মামলা হয়েছে। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতীর মুজিবর খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটের পর তার পিতা মুক্তিযোদ্ধা জব্বার খানকে ধরে নিয়ে প্রকাশ্যে তেলিগাতী স্কুলের সামনে পৈশাচিক কায়দায় অত্যাচার ও গুলি করে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মোরেলগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন আশরাফ খান, এনছান দিদার, দেলোয়ার শেখ, সুলতান খান, কাদের চৌধুরী, নূরো সিকদার, রশিদ খান, নাহিদ খান, রম্নস্তুম শেখ, মোবারেক খান, আকরাম খান, জলিল শেখ, আকব্বর খান, মোকছেদ দিদার, রফিকুল ইসলাম বাবুল, আফছার দিদার, আফছু খাঁ ও বেলস্নাল দিদার। এদের বাড়ি বাগেরহাট, কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

No comments

Powered by Blogger.