শিরানির অভিশংসনের বিরুদ্ধে শ্রীলঙ্কার আইনজীবীরা লড়বেন

শ্রীলঙ্কার প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েককে অভিশংসিত করার বিরুদ্ধে গতকাল সোমবার আইনি লড়াই শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির আইনজীবীরা।
একই সঙ্গে তাঁরা দেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন।
দেশটির ১১ হাজার আইনজীবীর অধিকাংশের প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য ল’য়ারস কালেক্টিভ গতকাল বলেছে, প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকের স্থলে যে কাউকে নিয়োগ দেওয়ার বিরুদ্ধেও তাঁরা আদালতের শরণাপন্ন হবে। গত শুক্রবার রাতে পার্লামেন্টে বন্দরনায়েকেকে অভিশংসন করা হয়। এর দুই দিন পর রোববার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে তাঁকে বরখাস্ত করেন।
শিরানি বন্দরনায়েক ছিলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি। বন্দরনায়েককে অভিশংসিত করার প্রক্রিয়া নেওয়া হলে তা হবে অসাংবিধানিক— আদালতের এই রুল সত্ত্বেও পার্লামেন্ট তাঁকে অভিশংসিত করে।
আইনজীবীদের ওই সংগঠনের মুখপাত্র জে সি উইলিয়ামুনা কলম্বোতে সাংবাদিকদের বলেন, ‘অভিশংসনের বিরুদ্ধে আমরা সব আইনি পন্থা অবলম্বন করব।’ কৌঁসুলিরা জানান, সাপ্তাহিক অবকাশ শেষে মঙ্গলবার আদালত খুললে ওই দিনই এ সংক্রান্ত মামলা দাখিল করা হবে। আগামী সোমবার দেশটিতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ছুটির দিন।
বন্দরনায়েকের কৌঁসুলিরা বলেছেন, তিনি আইনজীবী সংগঠনের ওই ঘোষণা নিয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে শিরানিকে অপসারণের নিন্দা জানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।ডন ডটকম।

No comments

Powered by Blogger.