সরকারের অনুমতি ছাড়াই বিদেশ যেতে পারবে কিউবানরা

কিউবার কমিউনিস্ট সরকার অভিবাসন আইন শিথিল করেছে। নতুন আইনে কিউবানদের দেশের বাইরে যেতে সরকারের বিশেষ অনুমতির প্রয়োজন হবে না। গতকাল সোমবার থেকে এ আইন কার্যকর হয়েছে। গত ৫০ বছরের মধ্যে এই প্রথম কিউবার নাগরিকদের এ সুবিধা দেওয়া হলো।
এত দিন তাদের দেশের বাইরে যেতে সরকারের বিশেষ অনুমতির দরকার হতো।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে কিউবার নাগরিকদের বিদেশ যেতে সরকারের অনুমতি নিতে হবে না। বৈধ পাসপোর্ট থাকলে বিদেশের আমন্ত্রণেও তারা দেশের বাইরে যেতে পারবে। নতুন আইনে বিদেশে গিয়ে কিউবার নাগরিকরা আগের চেয়ে বেশি দিন থাকতে পারবে। বাবা-মা বা বৈধ অভিভাবকের অনুমতি নিয়ে আঠারোর কম বয়সীরাও বিদেশে যেতে পারবে।
কিউবানরা অনেক দিন ধরেই অভিবাসন-সংক্রান্ত আইন সংশোধনের প্রত্যাশায় ছিল। অনেকেই বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা শিগগির পাসপোর্টের জন্য আবেদন করবেন।
তবে বিরোধীরা সরকারের এ উদ্যোগের বিষয়ে সংশয় প্রকাশ করেছে। বিরোধী নেত্রী বেরতা সোলের বলেন, 'অভিবাসন আইনের সংশোধনকে বড় করে দেখার কিছু নেই। আগের মতো এ বিষয়েও সরকারের কড়া নজর থাকবে। শেষ পর্যন্ত সরকারই নির্ধারণ করবে কে বিদেশে যেতে পারবে, কে পারবে না।' সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.