‘মাদককে না বলি খেলার মাঠে ফিরে আসি’



‘মাদককে না বলি খেলার মাঠে ফিরে আসি’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে মাদকের প্রবেশদ্বারখ্যাত পবা উপজেলার হরিপুরে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে পবা উপজেলা পরিষদ ও হরিপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে হরিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম এমরান হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুন্নেসা, রাজশাহী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক সলিমুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শিশুরা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তাদের কোন দিকে নিয়ে যাব। আমরা শিশুদের সঙ্গে প্রতারণা করব না। এটাই হোক আজ আমাদের অঙ্গীকার।’ বক্তব্যের শেষে তিনি প্রথম আলোর রাজশাহীর বন্ধুসভার লেখা মাদকবিরোধী শপথবাক্য পাঠ করে শোনান।

No comments

Powered by Blogger.