আসিয়ান সিটির চেয়ারম্যান কারাগারে- অন্যের জমিতে হসত্মৰেপ

 আসিয়ান সিটির চেয়ারম্যান নজরম্নল ইসলামকে অন্যের জমিতে অনধিকার প্রবেশ, ভাংচুর ও হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। রবিবার নজরম্নল ইসলাম মহানগর দায়রা জজ এএনএম বসির উলস্নাহর আদালতে আইনজীবী ঢাকা বারের সাধারণ সম্পাদক গাজী মোঃ শাহ আলমের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে নজরম্নল ইসলামকে কারাগারে পাঠিয়ে দেয়।
একই সঙ্গে অপর ১১ আসামি সেলিম, ওলিউলস্নাহ, রহুলস্নাহ, আনিস, রাশিদুল ইসলাম, রাবি্ব, জামান, আমির, আব্বাস আলী, ওসমান গনি ও দেলোয়ারের জামিন মঞ্জুর করে আদালত। মামলার বাদী আনোয়ারা বেগম তাঁর অভিযোগে বলেন, উক্ত আসামিরা পরস্পর যোগসাজশে তাঁর (বাদীর) পৈত্রিকসূত্রে প্রাপ্ত ৬ বিঘা সম্পত্তি আসিয়ান সিটি তাদের নিকট বিক্রির জন্য চাপ সৃষ্টি করে। আসামিরা কথামতো উক্ত সম্পত্তি তাদের নিকট বিক্রি না করায় গত ১ ডিসেম্বর আসামিরা তাঁর (বাদীর) সম্পত্তিতে প্রবেশ করে ও তাঁকেসহ অন্য আত্মীয়স্বজনকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। আহতদের মধ্যে হাবিবুলস্নাহ হাবু ও শাহিদাকে পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিনই আনোয়ারা বেগম বাদী হয়ে আসিয়ান সিটির চেয়ারম্যানসহ ১৭ জনের বিরম্নদ্ধে খিলতে থানায় মামলা দায়ের করেন।

No comments

Powered by Blogger.