শুরু হচ্ছে ক্লোজআপ ওয়ানের ট্র্যাক রাউন্ড পর্ব

এফডিসির মুক্তিযোদ্ধা-নায়ক জসিম ফ্লোর। বিশাল এক সেটে চলছে ক্লোজআপ ওয়ানের ট্র্যাক রাউন্ড পর্ব। আক্ষরিক অর্থেই বিশাল সেট—দৈর্ঘ্য-প্রস্থে ৮০-৭৫ ফুট। ১৮ জানুয়ারি থেকে এনটিভির পর্দায় দেখা যাবে ক্লোজআপ ওয়ানের ‘ট্র্যাক রাউন্ড’ পর্বটি।
আর এই বিশাল সেটেই চলছে পর্বটির দৃশ্যধারণের কাজ। মোট ৩২ জন প্রতিযোগী অংশ নেবেন এই পর্বে। এই পর্ব থেকেই শুরু হচ্ছে এসএমএস রাউন্ড। অনুষ্ঠানটির পরিচালক আলফ্রেড খোকন বললেন, ‘এর আগে আলাদা মঞ্চে কোথাও বিচারক, কোথাও উপস্থাপক কিংবা প্রতিযোগীদের বসিয়ে অনুষ্ঠানের শুটিং করেছি। এবার আর আলাদা মঞ্চে নয়, এই প্রথম আমরা এক সেটে সবাইকে বসিয়ে এত বড় আয়োজন করছি।’
চতুর্থবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া। অংশ নেওয়া প্রতিযোগীদের সম্পর্কে আহমেদ ইমতিয়াজ বুলবুল বললেন, ‘এবার যেসব প্রতিযোগী অংশ নিয়েছেন, সংগীতে তাঁরা বেশ দক্ষ। এর মধ্যে অনেকেই আছেন শান্তিনিকেতন, রবীন্দ্রভারতীর মতো সংগীতপ্রতিষ্ঠানে পড়াশোনা করে এসেছেন। সবাই ভালো করছেন, তাই বিচার করতে বেশ বেগ পেতে হচ্ছে আমাদের।’

No comments

Powered by Blogger.