গোল্ডেন গ্লোব ‘আরগো’র

লিঙ্কন কিংবা লাইফ অব পাই নয়; ৭০তম গোল্ডেন গ্লোবের সেরা ছবির ট্রফি গেল আরগোর ঘরে। সেই সঙ্গে সেরা পরিচালকের মুকুট পরলেন বেন অ্যাফ্লেক। গত রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে বসেছিল গোল্ডেন গ্লোবের আসর।
হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন হলিউডের নামজাদা সব তারকা। সেরা অভিনেতা হয়েছেন ড্যানিয়েল ডে-লুইস (লিঙ্কন) ও অভিনেত্রীদের মধ্যে সেরা জিরো ডার্ক থার্টির জেসিকা চ্যাসটেইন। লা মিজারেবল-এর ঘরে গেছে সেরা কমেডি/ মিউজিক্যাল ছবির সম্মাননা। আর এই ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার (কমেডি/ মিউজিক্যাল) পুরস্কার ঘরে তুলেছেন হিউ জ্যাকম্যান। হতাশ করেননি অ্যানা হ্যাথাওয়ে, ‘বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস’-এর মুকুট উঠেছে তাঁর মাথায়। কমেডি/ মিউজিক্যাল ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হয়েছেন জেনিফার লরেন্স (সিলভার লাইনিং প্লেবুক)। ‘বেস্ট সাপোর্টিং অ্যাকটর’ হয়েছেন ক্রিস্টোফ ওয়ালটজ। অ্যানিমেশন ছবির দুনিয়ায় এবার সেরা ব্রেভ। ভিনদেশি ভাষার ছবির মধ্যে গোল্ডেন গ্লোব জিতেছে আমুর। আর স্কাইফলের গানটির জন্য আবারও বাজিমাত করলেন অ্যাডেল। গোল্ডেন গ্লোব অফিশিয়াল ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.