নিঃসন্তান পুরুষের হৃদরোগে মৃত্যুঝুঁকি বেশি

সন্তান আছে এরকম পুরুষের চেয়ে সন্তানহীন পুরুষের হৃদরোগে মৃত্যুঝুঁকি বেশি। দশকব্যাপী পরিচালিত এক গবেষণা ফলাফলে সম্প্রতি এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এক দশক ধরে ১ লাখ ৩৫ হাজার পুরুষের ওপর এ গবেষণা পরিচালনা করেন।
গবেষণাটির ফলাফল সম্প্রতি হিউম্যান রিপ্রোডাকশন নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণার এ ফলাফল স্বাস্থ্যের সামগ্রিক অবস্থার সঙ্গে সন্তান জন্মদানে পুরুষের অক্ষমতার সম্পর্ক নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তবে গবেষণায় সন্তানহীনতার সঙ্গে পুরুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্পর্ক আছে বলে বলা হয়নি। সন্তান উৎপাদনে অক্ষমতা ভবিষ্যত হৃদরোগের কর্তা বহন করে বলে গবেষণা ফলাফলে বলা হয়।
এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড. মাইকেল আইজেনবার্গ বলেন, “পুরুষের উৎপাদন অক্ষমতা তার পরবর্তী জীবনের স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়ার একটি সুযোগ তৈরি করে দেয়, এরকম অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে।” ১৯৯৬ সাল থেকে শুরু হওয়া এ গবেষণার জন্য আইজেনবার্গ ও তার সহকর্মীরা পঞ্চাশোর্ধ ১ লাখ ৩৫ হাজার বিবাহিত পুরুষের ওপর গবেষণা করেন। তাদের মধ্যে ৯২ শতাংশের কমপক্ষে একটি সন্তান ছিল। ১০ বছরে এ দলের প্রায় ১০ শতাংশ পুরুষ মৃত্যুবরণ করেন। গবেষকরা তাদের সবার স্বাস্থ্যগত বিষয়ের তথা তথ্য সংগ্রহ করেছিলেন। তাদের প্রতি পাঁচজনের একজন হৃদরোগে মৃত্যুবরণ করে। যখন তাদের পিতৃত্বের বিষয়ে খোঁজ নেয়া হয়, গবেষকরা দেখতে পান যারা নিঃসন্তান তাদের হৃদরোগে মৃত্যুর হার ১৭ শতাংশ বেশি। আমার বিশ্বাস এর পেছনে একটি জৈবিক কারণ আছে, বলেন আইজেনবার্গ।
ডা. মোঃ মাহবুবুর রহমান বাতু
হৃদরোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল চেম্বার : মুন ডায়াগনস্টিক সেন্টার খিলজী রোড, মোঃপুর ঢাকা।

No comments

Powered by Blogger.