যে খবর নাড়া দেয়- আমরা কেন সুখী?

ছোট্ট খুকি চড়ে বসেছে কাঁধে। না দেখেই বলে দেওয়া যায় তার চোখে রাজ্যের বিস্ময়। খুকির পাশেই আরেক খোকা কোলে। ওদের সামনে আস্ত এক জিরাফ। গলা বাড়িয়ে ওদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে যেন। অবাক না হয়ে উপায় কী। ঈদ ওদের জন্য নিয়ে এসেছে সামনাসামনি জিরাফ দেখার এই সুবর্ণ সুযোগ।


বিরল সৌভাগ্য। ওরা মা-বাবার কাঁধে চড়ে চিড়িয়াখানায় গেছে, চটপটি ফুচকা খেয়েছে, হল্লা করেছে শিশুপার্কে, বেলুন কিনেছে। ঈদের দিন বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টিকে ওরা পাত্তাই দেয়নি। এই না হলে ঈদ?
শিরোনাম পড়ুন—রাজধানী যেন উৎসবের নগর। (সূত্র: প্রথম আলো, পৃষ্ঠা ৭, ২৩ আগস্ট, ২০১২)।
শেষ পাতায় শিশুপার্কের ছবিটাও চোখে পড়ার মতো। বাচ্চারা সব চেপে বসেছে মজার বাহনে। দূর থেকে উৎসুক হয়ে দেখছেন মা-বাবা। খুশির তুফান যেন বইছে চারদিকে।
হ্যাঁ, আমাদের এইসব মানুষজন, যাঁরা এত অল্পতেই খুশি হন। ঈদের ছুটিতে ব্যাঙ্কক-সিঙ্গাপুর, মালয়েশিয়া যাওয়ার সুযোগ তাঁদের ঘটেনি। দামি ব্র্যান্ডের জামাকাপড় কেনা হয়নি। কিন্তু আনন্দ-খুশি? তাঁদেরই যেন বেশি।
দরিদ্র দেশ হয়েও বাংলাদেশ কেন বিশ্বের সবচেয়ে সুখী মানুষদের দেশ? উত্তর সম্ভবত লুকিয়ে আছে আমাদের এইসব গড়পড়তা মানুষজনের ঈদ উদ্যাপনের দৃশ্যের মধ্যেই।
— ইকবাল হোসাইন চৌধুরী

No comments

Powered by Blogger.