ফিলিপাইনে প্রথম নারী প্রধান বিচারপতি নিয়োগ

ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো অ্যাকুইনো গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম ঘোষণা করেছেন। তাঁর নাম মারিয়া লাওরদেস সেরেনো (৫২)। তিনিই হলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি।
গত মে মাসে প্রধান বিচারপতি রেনাতো করোনাকে অভিশংসিত করেন প্রেসিডেন্ট অ্যাকুইনো।


দুর্নীতি দমন অভিযানের অংশ হিসেবে প্রধান বিচারপতির বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান প্রেসিডেন্ট। সেরেনোকে করোনার স্থলাভিষিক্ত করা হলো। তবে সমালোচকরা বলছেন, বিচার ব্যবস্থার ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্যই অ্যাকুইনো এ কাজ করেছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র অ্যাডউইন লাসিয়েরদা বলেন, প্রধান বিচারপতি হিসেবে সেরেনো বিচার ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন বলে মনে করেন প্রেসিডেন্ট। তিনি জানান, ফিলিপাইনের আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরে যাওয়ার সময়সীমা হলো ৭০ বছর। সে হিসেবে সেরেনোর হাতে ১৮ বছর সময় রয়েছে। বিচার বিভাগের সংস্কারের জন্য এ সময়ে তিনি প্রয়োজনীয় আইন প্রণয়নেরও সুযোগ পাবেন। এর আগে সেরেনো সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ফিলিপাইন সরকারের মানবাধিকার কমিশন ও বিশ্ব বাণিজ্য সংস্থায় কাজ করেছেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.