কবিতা- হাসির বিপদ by আলম তালুকদার

হাসতে থাকি হাসতে থাকি হাসতে থাকি হাচ্চা
হাসলে থাকে মনটা ভালো ভালই থাকি সাচ্চা
বলছে এসব বাচ্চা।


অট্টহাসি কষ্ট হাসি আরো হাসি কাষ্ঠ
হাসি দিলেই অসুখ পালায় হাসির গুয়া খাস্ তো
বেশতো সবাই হাসতো !

বক্র হাসি? ওটাও পারি হাসতে পারি মিষ্টি
ওষ্ঠ হাসি কিপটা হাসি নামাই হাসির বিষ্টি
আসলে বাসায় ইষ্টি।

কষ্ট আছে একটু খানি হাসলে বেরোয় দন্ত
হাসার অনেক বিপদ আছে বাচ্চা শিশুর মন্্তো
কী ঝামেলা কন্তো ?







সবার ঈদ
সামিউল হক মোল্লা

দূর আকাশে চাঁদটা দেখে
খুশিতে মুখ লাল
কেননা ঐ চাঁদটা জানায়
ঈদ আগামীকাল।

হয়নি যাদের কেনাকাটা
বাজারমুখো ছোটে
গরিব ঘোরে দ্বারে দ্বারে
ফেতরা যদি জোটে।

চাঁদটা দেখে ঈদ আয়োজন
করে সবাই শেষ
ধনী গরিব সবার মাঝে
ঈদটা জমে বেশ।




ঈদের গাড়ি
দেওয়ান ফাহিম ফয়সাল

ঈদের গাড়ি
চলছে বাড়ি
নাড়ির টানে,
মায়ের পানে।

শহুরে বন্ধুরা সব
আসবে এবার গ্রামে,
ছুটাছুটি হৈ হুলোড়
হবে বেশ আরামে।


কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়, ৮ম শ্রেণী
সখীপুর, টাঙ্গাইল





ঈদ সারাবেলা
সাব্বির আজাদ

ঈদের দিনে মিলন মেলা
দেখতে দেখতে কাটে বেলা।
বিকেল বেলায় বেড়াতে যাই
কোর্মা পোলাও চটপটি খাই।

ফিরে আসি অনেক পরে
ক্লান্তি নামে আমার ঘরে।


ইসলামী আদর্শ ক্যাডেট স্কীম
মাদরাসা, ১ম শ্রেণী
গোয়ালখালী, খুলনা







ঈদ নিয়ে আছি রে
আসলাম সানী

শাওয়ালের চাঁদ দেখে
আনন্দে নাচিরে
সিয়ামের উপহার
ঈদ নিয়ে আছি রে
আয় সবে ছোটো বড়ো
এক সাথে বাঁচিরে ...।

এইভাবে সবে মিলে
সরল ও উদার দিলে
আজীবন থাকিরে
শুভদিনে-শুভ কাজে
মুগ্ধ আলোর সাজে
সববারে ডাকিরে

সমবেত হই আজ
জগৎ সাজাতে কাজ
রাখবো না বাকী রে ...।
ঈদের এই শিক্ষায়
থাক কাছাকাছিরে
সত্য ও সুন্দরে

এক সাথে আছিরে
হাতে হাত বুকে বুক
রয় শান্তি ও সুখ
কাঁদি-হাসি-ভালোবাসি
একসাথে বাঁচিরে
আয় তবে মিলেমিশে
আনন্দে নাচিরে ...।

No comments

Powered by Blogger.