কলকাতায় বাংলাদেশ উৎসব by জনি হক

স্বাধীনতার চার দশকপূর্তি উপলক্ষে কলকাতায় চার দিনের বাংলাদেশ উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বিকেল সাড়ে ৪টায় [বাংলাদেশ সময়] এর উদ্বোধন হবে। চলবে রাত ৯টা পর্যন্ত। বাকি চারদিন অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন দুপুর সাড়ে ১২টায়। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এই উৎসবের আয়োজন করেছে।


বাংলাদেশ উৎসবের উদ্বোধনী দিনে ফাহমিদা নবী ও খায়রুল আনাম শাকিল দেশের গান আর চট্টগ্রামের সঙ্গীত ভবনের শিল্পীরা পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। ১৭ ডিসেম্বর কুষ্টিয়ার লালন একাডেমী লালনগীতি, কলকাতার লোপামুদ্রা মিত্র ও শ্রাবণী সেন আধুনিক গান আর জগন্নাথ বসু ও উর্মিলা বসু পরিবেশন করবেন বাচিক। ১৮ ডিসেম্বর ফরিদা পারভীন লালনগীতি, ফাহমিদা নবী আধুনিক গান, খায়রুল আনাম শাকিল নজরুলসঙ্গীত আর চট্টগ্রামের সঙ্গীত ভবনের শিল্পীরা পরিবেশন করবেন চট্টগ্রামের আঞ্চলিক গান। ১৯ ডিসেম্বর অদিতি মহসিন, শামা রহমান, লাইসা আহমেদ লিসা শোনাবেন রবীন্দ্রসঙ্গীত আর পুরনো দিনের গান গাইবেন শারমিন সাথী ময়না। এ ছাড়া কুষ্টিয়ার লালন একাডেমী শোনাবে লালনগীতি। শেষ দিন ২০ ডিসেম্বর সঙ্গীত পরিবেশন করবে আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি। গান ছাড়াও উৎসবে থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পণ্য যেমন_ ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, হস্তশিল্প, বুটিক, সিরামিক ও মেলামাইন সামগ্রীর প্রদর্শনী, পদ্মার ইলিশ ও পিঠার সমাহার এবং বই।

No comments

Powered by Blogger.