নাটোরে প্রধানমন্ত্রী-সন্ত্রাস-জঙ্গিবাদ ছাড়া জাতিকে কিছুই দিতে জানে না বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, '২০০১-০৬ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় ছিল। আপনারা কী পেয়েছেন? হত্যা, সন্ত্রাস ছাড়া কিছুই দিতে পারেনি তারা। বিএনপি সন্ত্রাস-জঙ্গিবাদ ছাড়া জাতিকে কিছুই দিতে জানে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে দেশ থেকে সন্ত্রাস- জঙ্গিবাদ দূর করতে কাজ করে যাচ্ছে। আজ আর বাংলাদেশ জঙ্গিবাদ-সন্ত্রাসের দেশ নয়। সম্ভাবনার দেশ, উন্নয়নের দেশ।'


তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় বাংলাদেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিল। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বোমা ফুটেছে। অসংখ্য মানুষ খুন হয়েছে। নাটোরের আওয়ামী লীগ নেতা আয়নুল হক, মমতাজ উদ্দিনকে হত্যা করা হয়েছে। ইজ্জত বাঁচাতে মেয়েরা আত্মহত্যা করেছে। একদিনে দেশের ৫০০ স্থানে বোমা ফুটেছে। কিভাবে এসব সম্ভব হলো এর জবাব খালেদা জিয়াকে দিতে হবে।
গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় নাটোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে নাটোর শহরের কানাইখালী স্টেডিয়ামে নাটোর জেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক হানিফ আলী শেখের স্মরণে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা মঞ্চে ছিলেন।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছেন। সিঙ্গাপুরে তা ধরা পড়েছে। আমেরিকা থেকে এফবিআইয়ের প্রতিনিধি বাংলাদেশে এসে তাঁর ছেলের কুকীর্তির কথা জানিয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন। এতে লজ্জায় দেশের মানুষের মাথা হেঁট হয়ে গেছে। তিনি খালেদা জিয়ার কাছে প্রশ্ন রাখেন_'কী শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে? লুটপাট, দুর্নীতি, চুরি, সন্ত্রাস, খুন ছাড়া সে আর কিছুই শেখেনি।'
তিনি বলেন, 'বিএনপি পাঁচ বছর ক্ষমতায় ছিল। সে সময়ে বিদ্যুৎ উৎপাদন না করে তারা দিয়েছে খাম্বা। এর মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। জনগণ কোনো সুফল পায়নি। আমরা ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে দুই হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি।'
প্রধানমন্ত্রী বলেন, 'আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের যে শক্তি আছে, তা দিয়ে দেশের উন্নতি করতে চাই। জণগণ ভোটের মালিক। ভোট দিয়ে আমরা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের উন্নয়ন ঘটাতে চাই। কারণ গণতন্ত্র ছাড়া কোনো দেশের উন্নতি হতে পারে না।'
সরকারের উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'কৃষকের স্বার্থে সারের দাম কমানো হয়েছে। ১০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে একজন কৃষক ব্যাংক থেকে ঋণ-সুবিধা পেতে পারেন। যুবকদের উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে ঋণ নিয়ে তাঁরা স্বনির্ভর হতে পারছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হয়েছে। মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে। ই-সেবাকেন্দ্র চালু করায় দেশের প্রতিটি ইউনিয়ন থেকে ই-মেইলের মাধ্যমে মানুষ দরকারি কাগজপত্র হাতে পেয়ে যাচ্ছে। মানুষকে আর অফিসে অফিসে ঘুরে হয়রানির শিকার হতে হচ্ছে না। ভূমিহীনদের মধ্যে খাসজমি বিতরণ করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। মানুষ এখন আর অনাহারে থাকে না।' তিনি বলেন, '২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার রজতজয়ন্তী পালন করবে। ওই সময়ের মধ্যে বাংলাদেশকে আমরা একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এ জন্য সরকারি উদ্যোগে ল্যাপটপ তৈরি করে বিতরণ করা হচ্ছে।'
বিএনপি সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, 'এর আগে আমরা ক্ষমতায় থাকার সময়ে কমিউনিটি স্বাস্থ্য কার্যক্রম চালু করেছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দিয়েছিল। আবার কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। এখন মানুষ ঘরের দোরগোড়ায় চিকিৎসাসেবা ও ওষুধ পাবে। আওয়ামী লীগ সরকার ২০০১ সালে চালের মূল্য ১০ টাকায় নামিয়ে এনেছিল। বিএনপি সরকার তা ৪০ টাকা করে গেছে। এখন আমরা চালের দাম ২২-২৩ টাকায় নামিয়ে এনেছি।'
সমাবেশে যোগদানের আগে প্রধানমন্ত্রী বেসরকারি প্রতিষ্ঠান রাজলঙ্কা পাওয়ার কম্পানি লিমিটেডের ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নাটোর উন্নয়নে প্রধানমন্ত্রীর ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া :
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরের উন্নয়নে নাটোর শহরে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণ, নাটোর টেলিভিশন উপকেন্দ্রকে সম্প্রচার কেন্দ্র এবং নাটোর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা, নাটোর থানাকে উপজেলায় উন্নীত করা এবং নাটোর এসএস সরকারি কলেজে বাস দেওয়ার ঘোষণা দেন। ঘোষণায় নাটোরবাসীর প্রধান তিনটি দাবি পূরণ করার কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম বলেন, তিনটি দাবি নাটোরবাসীর প্রাণের দাবি। অধ্যক্ষ আবদুর রাজ্জাক বলেন, 'নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিও আমাদের ছিল, সেটির ঘোষণা এলে আমাদের শতভাগ আশা পূরণ হতো।' সাংবাদিক নবীর উদ্দিন সরকার বলেন, নাটোরবাসীর প্রত্যাশা ছিল, তাঁর এ সফরে নাটোরের পর্যটন শিল্পের উন্নয়নে প্রকল্প গ্রহণের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। কিন্তু তা না হওয়ায় অনেকেই আশাহত হয়েছে। এর পরও টিভি কেন্দ্র এবং গ্যাস দেওয়ার ঘোষণায় তিনি খুশি।

পুলিশের ঔপনিবেশিক ধ্যানধারণা বদলাতে হবে : প্রধানমন্ত্রী
রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দুপুরে সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীতে ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, 'ঔপনিবেশিক ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, অর্থ পাচারসহ নতুন নতুন অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে আপনাদের আন্তর্জাতিক মান অর্জন করতে হবে।' তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধের ধরন প্রতিনিয়ত পাল্টাচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক দাবি করে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান।
এর আগে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচে ১৭৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেছে। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন, মাহমুদা আফরোজ লাকী ও এ কে এম মাহবুবুর রহমান প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, পুলিশ একাডেমীর অধ্যক্ষ আমিনুল হক ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.